Student Missing: টোটো-তে তুলে দিয়ে গিয়েছিলেন মা, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে উধাও ছাত্র

Student Missing: ছাত্রের বাবা সঙ্গে যেতেও চেয়েছিলেন। কিন্তু সাগরদীপ জানায়, সে স্কুলটি চেনে, তাই সঙ্গে কারও যাওয়ার দরকার নেই।

Student Missing: টোটো-তে তুলে দিয়ে গিয়েছিলেন মা, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে উধাও ছাত্র
নিখোঁজ ছাত্র সাগরদ্বীপ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 9:27 PM

হাওড়া: মঙ্গলবার ছিল উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার প্রথম দিন। আর সেদিনই বাড়ি থেকে বেরিয়ে উধাও হয়ে গেল এক পরীক্ষার্থী। পরীক্ষা দিতেই বাড়ি থেকে বেরিয়েছিল হাওড়ার (Howrah) ছাত্র সাগরদীপ ঘোষ। কিন্তু পরীক্ষার সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা বাড়তে থাকে অভিভাবকদের। পরিবারের তরফে খোঁজ নিতে জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রেই পৌঁছয়নি সে। তাহলে ভরদুপুরে কোথায় গেল ওই ছাত্র? তা ভেবে পাচ্ছেন না বাবা, মা। মাঝপথে কোনও অপহরণের ঘটনা ঘটল? নাকি পরীক্ষা না দিতে চেয়ে নিজেই হারিয়ে গেল সে? ছাত্রের নিখোঁজ হওয়ায় ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সাগরদীপ ঘোষ নামে ওই ছাত্র হাওড়ার গুমাডিঙি আমতলা মুন্সিরহাটের বাসিন্দা। জানা গিয়েছে, বড়গাছিয়া গার্লস হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল তার। সেই মতো এদিন বাড়ি থেকে স্কুলের পোশাক পরেই বেরোয় মুন্সির হাট চিন্তামনি বয়েজ স্কুলের ছাত্র সাগরদীপ। ছাত্রের মা জানিয়েছেন, তিনি নিজে ছেলেকে টোটোতে তুলে দিয়ে গিয়েছিলেন। ছাত্রের বাবা সঙ্গে যেতেও চেয়েছিলেন। কিন্তু সাগরদীপ জানায়, সে স্কুলটি চেনে, তাই সঙ্গে কারও যাওয়ার দরকার নেই। বাড়িতে ঠাকুরঘরে রীতিমতো ধূপ-ধুনো জ্বেলে পুজো করে বেরিয়ে ছিল সে। তবে ফোন নিয়ে যেতে চায়নি ওই ছাত্র।

কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি ছেলে। সন্ধ্যা নামার পর চিন্তা বাড়ে আরও। খোঁজ নিয়ে জানা যায় পরীক্ষাকেন্দ্রেই পৌঁছয়নি সে। ছাত্রের মা জানান, পরীক্ষা দিতে অনিচ্ছা আছে, এমন কিছু কখনও তাঁকে জানানি সাগরদীপ। ছাত্রের বাবার ছোট ব্যবসা রয়েছে। পড়াশোনার ফাঁকে সে সেখানে হাত লাগালেও বাবা সুভাষ ঘোষ জানান, তিনি সবসময় চেয়েছিলেন, ছেলে আগে পড়াশোনা শেষ করুক তারপর কাজ। কিন্তু কী এমন হল? এর পিছনে কি কারও হাত আছে? বুঝেই উঠতে পারছে তার পরিবার। বৃহস্পতিবার আরও একটি বিষয়ের পরীক্ষা রয়েছে। তার আগে কি পাওয়া যাবে ছেলের খোঁজ? এই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।