Youth Death: গঙ্গার বানে ‘বিদ্ধ’ বেলুড়েরর শহিদ আলি, চোখের সামনে নিয়ে গেল বছর কুড়ির যুবককে

Howrah: বুধবার সকালে বেলুড়ের জগন্নাথ ঘাটে বহু মানুষ ভিড় করেছিলেন গঙ্গায় বান আসা দেখার জন্য। বহু মানুষ তা ক্যামেরাবন্দি করার চেষ্টাও করছিলেন।

Youth Death:  গঙ্গার বানে 'বিদ্ধ' বেলুড়েরর শহিদ আলি, চোখের সামনে নিয়ে গেল বছর কুড়ির যুবককে
গঙ্গার জলে ডুবে গেল যুবক (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2022 | 1:13 PM

হাওড়া: বান আসছে গঙ্গায়। ঢেউ খেলে যাওয়া সেই জলের ভিডিয়ো করতে এলাকার বাকি ছেলে-ছোকরাদের মত হাজির হয়েছিল শাহিদ আলিও। কিন্তু সেই বাকিরা ফিরলেও, বাড়ি ফেরা হয়নি শহিদের। জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছে বছর কুড়ির তরতাজা যুবককে। মর্মান্তিক এই ঘটনা কার্যত শোকের ছায়া এনেছে বেলুড়ের ভোটবাগানের জয় বিবি রোডের বাসিন্দা।

বুধবার সকালে বেলুড়ের জগন্নাথ ঘাটে বহু মানুষ ভিড় করেছিলেন গঙ্গায় বান আসা দেখার জন্য। বহু মানুষ তা ক্যামেরাবন্দি করার চেষ্টাও করছিলেন। সেই ভিড়ের মধ্যে ছিলেন শাহিদ নিজেও। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ছবি তোলার মাঝেই হঠাৎ প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে গঙ্গার ঘাটে। সময় মত সকলে নিজেকে বাঁচিয়ে নিলেও জলের তোড়ে ভেসে যায়। উপস্থিত বাকিরা অনেক খোঁজাখুঁজি করেও দেখতে পায়নি শাহিদকে। সঙ্গে-সঙ্গে তাই খবর দেওয়া হয় বেলুড় থানায়। পুলিশ এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। স্থানীয় এক ডুবুরির সাহায্যে বেলুড় থানার পুলিশ গঙ্গার ঘাট ও পাড়সংলগ্ন এলাকায় বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানও হয়। কিন্তু ব্যর্থ হয় তাঁরাও। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি শাহিদের।

গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের। এ দিকে, এই ঘটনার খবর চাউর হতেই কার জন্য বিষন্নতার ছায়া নেমে আসে ভোটবাগানের জয়বিবি রোডে। অজানা আশঙ্কায় ডুবে গোটা পরিবার।