Mamata Banerjee: দেখা মাত্রই ‘জয় শ্রী রাম’ স্লোগান, মঞ্চেই উঠলেন না মমতা, ভিক্টোরিয়ার দৃশ্য ফিরল ‘বন্দে ভারত’ উদ্বোধনের অনুষ্ঠানেও

Mamata Banerjee: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই 'জয় শ্রী রাম' স্লোগান। আর তারপরই মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: দেখা মাত্রই 'জয় শ্রী রাম' স্লোগান, মঞ্চেই উঠলেন না মমতা, ভিক্টোরিয়ার দৃশ্য ফিরল 'বন্দে ভারত' উদ্বোধনের অনুষ্ঠানেও
বন্দে ভারত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 2:27 PM

হাওড়া: খানিকটা ভিক্টোরিয়ার ঘটনারই পুনরাবৃত্তি বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান ‘বন্দে ভারত এক্সপ্রেস’ অনুষ্ঠানের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ‘জয় শ্রী রাম’ স্লোগান। আর তারপরই মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের পাশেই একটি চেয়ার বসে থাকলেন তিনি। সেখান থেকেই প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেন। করলেন বন্দে ভারতের উদ্বোধনও।

হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের অনুষ্ঠান ছিল। মায়ের প্রয়াণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি ছিলেন তিনি। উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঞ্চে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস. ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সকাল সাড়ে ১১টার কিছুটা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে আসেন। ঘটনাচক্রে সেসময়ে  দর্শক আসনে বসে থাকা একাংশ ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। রেলের আধিকারিকরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর দেখা যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন, তাঁকে কিছুটা বোঝানোর চেষ্টা করেন। দৃশ্যত তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তারপরও দেখা যায়, মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের বাম দিকে একটি চেয়ারে বসেন তিনি।

শেষমেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধে বক্তব্য রাখতে রাজি হন মমতা। মুখ্যমন্ত্রীকে গম্ভীর মুখেই দেখা যায়। তিনি বক্তৃতা রাখেন বটে, তবে মঞ্চে না উঠেই। । মঞ্চের নীচেই সবুজ পতাকা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশও করেন সেখান থেকেই। যদিও আরেকটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই ঘটনার পর অনুষ্ঠান মঞ্চে জয় বাংলা স্লোগানও ওঠে।

প্রসঙ্গত, ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও কিছুটা এরকমই ঘটনা ঘটতে দেখা যায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তৃতা দিতে উঠলেই দর্শক আসনে থাকা অনেকে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। ক্ষোভে সেদিন বক্তৃতা থামিয়ে দিয়েছিলেন তিনি। তা নিয়েও চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এবার হাওড়ায় রেলের এই অনুষ্ঠান মঞ্চে ওঠার আগেই জয় শ্রী রাম স্লোগান, আর তারপরই মঞ্চে উঠতে দেখা গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে।