Mamata Banerjee to Narendra Modi: ‘আপনি বিশ্রাম নিন’, মাতৃহারা মোদীকে সান্ত্বনা মমতার
Mamata Banerjee to Narendra Modi: মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "ভগবান আপনাকে শক্তি দিন, আর্শীবাদ করুন। আপনি আপনার কাজের মাধ্যমের মায়ের প্রতি ভালবাসা বজায় রেখেছেন। আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি।"
কলকাতা: প্রধানমন্ত্রী সদ্য মাতৃহারা হয়েছেন। মায়ের শেষকৃত্য সেরেই যোগ দিয়েছিলেন বাংলার পূর্ব নির্ধারিত বন্দে ভারত উদ্বোধন অনুষ্ঠান কর্মসূচিতে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অনুষ্ঠান মঞ্চে পৌঁছতেই শুনেছেন ‘জয় শ্রী রাম’, তৈরি হয়েছিল অপ্রীতিকর পরিস্থিতি। মঞ্চে ওঠেননি তিনি, বসলেন মঞ্চের বাম পাশের একটি চেয়ারে। দৃশ্যত বিরক্ত ছিলেন। এসবের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার শুরুটাই হল অন্যরকম। জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীকে। বক্তৃতার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভগবান আপনাকে শক্তি দিন, আর্শীবাদ করুন। আপনি আপনার কাজের মাধ্যমের মায়ের প্রতি ভালবাসা বজায় রেখেছেন। আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি।”
এদিন প্রধানমন্ত্রীর বাংলায় আসার কথা ছিল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল বাংলাও। কিন্তু মাতৃবিয়োগের পর শেষকৃত্য সম্পন্ন করেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “আজকে আপনার বাংলায় আসার কথা ছিল, কিন্তু মায়ের মৃত্যুতে আপনি সশরীরে আসতে পারেননি, কিন্তু ভার্চুয়ালি থাকবেন।” তিনি বলেন, “আপনি ঐকান্তিক ভাবে চেয়েছিলেন এই কর্মসূচিতে আসতে। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।” প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেন, “আপনার কর্মসূচি নির্ধারিত সময়ের থেকে ছোট করুন এবং আপনি বিশ্রাম নিন। কারণ এইমাত্র মায়ের শেষকৃত্য সেরে ফিরেছেন।” উল্লেখ্য, মাতৃবিয়োগের খবর পেয়েই শুক্রবার সকালে প্রধানমন্ত্রীকে টুইটারে সমবেদনা জানান মমতা।