Mid Day Meal: সাপ ব্যাঙ টিকটিকির তালিকায় নয়া সংযোজন, এবার দুপুরের মিলে গিরগিটি

Mid Day Meal: সকালে স্কুলের রান্নাঘরেই খাবার বানানো হয়। ছুটির পর সেই খাবার শিশুটির বাড়িতে দিয়েও দেওয়া হয়। সেই খাবার বাড়িতে এনে খাওয়ার সময়েই  সাবিনা বেগমের ছেলে দেখতে পান, খিচুড়িতে টিকটিকি পড়ে।

Mid Day Meal: সাপ ব্যাঙ টিকটিকির তালিকায় নয়া সংযোজন, এবার দুপুরের মিলে গিরগিটি
খিচুড়িতে গিরগিটিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2024 | 4:17 PM

হাওড়া: মিড ডে মিলে সাপ-ব্যাঙ-টিকটিকি তো আখছারই মিলেছে। এ অভিযোগ উঠেছে একাধিকবার। এবার একটু অভিনবত্ব। মিড ডে মিলের শিশুদের খিচুড়িতে গিরগিটির দেহ!  মঙ্গলবার সকালে হাওড়ার মুন্সিডাঙা বোর্ড প্রাইমারি স্কুলে হইচই।

জানা যাচ্ছে, সকালে স্কুলের রান্নাঘরেই খাবার বানানো হয়। ছুটির পর সেই খাবার শিশুটির বাড়িতে দিয়েও দেওয়া হয়। সেই খাবার বাড়িতে এনে খাওয়ার সময়েই  সাবিনা বেগমের ছেলে দেখতে পান, খিচুড়িতে টিকটিকি পড়ে।

সাবিনা  বলেন, “খাবার বাড়িতে নিয়ে গিয়ে থালায় ঢেলে খেতে দিই। দেখি গিরগিটির দেহ পড়ে রয়েছে । তার আগে ওই খাবার কিছুটা খেয়েও নিয়েছে আমার ছেলে।” চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। স্কুলে ওই খাবার নিয়ে  গিয়ে শিক্ষিকাকে দেখান তিনি। ততক্ষণে গ্রামে ঢি পড়ে গিয়েছে। স্কুলে হাজির হয়েছেন অন্যান্য অভিভাবকরাও।

এক অভিভাবক বলেন, “এই অভিযোগ তো বারবার উঠছে। শিশুদের খাবার যত্ন সহকারে কেন বানানো হবে না? ” যদিও এখনও পর্যন্ত কোনও শিশু অসুস্থ অসুস্থ হয়নি। তবে তারা আতঙ্কিত।  খবর পেয়ে ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা স্কুলে গিয়েছেন স্কুলের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।