Belur: জোয়ারের টানে গঙ্গায় তলিয়ে গেল কিশোরী, ঘাটে দাঁড়িয়ে বোনের কাতর চিৎকার

Girl drown in Ganga: মঙ্গলবার সকালে দুই বোন মিলে ঘুরতে গিয়েছিল গঙ্গার ঘাটে। গঙ্গার জলে পা ধুচ্ছিল। নদীতে তখন জোয়ার। ক্ষণিকের অসতর্কতা, আর তাতেই বিপত্তি। গঙ্গার জোয়ারের টানে পা পিছলে তলিয়ে যায় বড় বোন পরিণীতা।

Belur: জোয়ারের টানে গঙ্গায় তলিয়ে গেল কিশোরী, ঘাটে দাঁড়িয়ে বোনের কাতর চিৎকার
গঙ্গার ঘাট থেকে তলিয়ে গেল কিশোরী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 5:00 PM

হাওড়া : মর্মান্তিক পরিণতি। গঙ্গায় জোয়ারের টানে তলিয়ে গেল কিশোরী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে এক গঙ্গার ঘাটে। এদিন সকাল ন’টা নাগাদ হাওড়ার বেলুড়ে বি কে পাল লেনের জগন্নাথ ঘাটে ঘুরতে গিয়েছিল দুই বোন। বড় বোন পরিণীতা কুমারী এবং তার বোন তৃপ্তি কুমারী। গঙ্গার ঘাটে সিড়িতে পা ধুচ্ছিল দুই বোন। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। হঠাৎ গঙ্গার জোয়ারের টানে পা পিছলে যায় বছর পনেরোর পরিণীতার। সঙ্গে সঙ্গে গঙ্গার টানে তলিয়ে যায় কিশোরী। ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় জেলার বিপর্যয় মোকাবিলা দলকে। দেরি না করে বীরেন কর্মকার নামে স্থানীয় এক ডুবুরি খোঁজাখুঁজি শুরু করে দেন। কিন্তু বিকেল সাড়ে চারটে পর্যন্ত ওই কিশোরীর কোনও খোঁজ পাওয়া যায়নি।

গঙ্গায় তলিয়ে যাওয়া ওই কিশোরীর বাড়ি বেলুড়ের জঙ্গি সিং গলিতে। বাড়িতে পরিবার বলতে বাবা-মা এবং এই দুই বোন। মঙ্গলবার সকালে দুই বোন মিলে ঘুরতে গিয়েছিল গঙ্গার ঘাটে। গঙ্গার জলে পা ধুচ্ছিল। নদীতে তখন জোয়ার। ক্ষণিকের অসতর্কতা, আর তাতেই বিপত্তি। গঙ্গার জোয়ারের টানে পা পিছলে তলিয়ে যায় বড় বোন পরিণীতা। দিদিকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে কী করবে বুঝে উঠতে পারছিল না তার বোন তৃপ্তি। দিদিকে বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তৃপ্তির চিৎকার শুনে আশপাশের থেকে লোকজন ছুটে আসে বি কে পাল লেনের জগন্নাথ ঘাটে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আশপাশের লোকের গঙ্গার ঘাট পর্যন্ত এসে পৌঁছতে পৌঁছতে তলিয়ে যায় পরিণীতা।

মঙ্গলবার সকালের মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছেন পরিণীতার পরিবারের লোকেরা। ঘটনার পর বহু ঘণ্টা অতিক্রান্ত। এখনও পর্যন্ত পরিণীতার কোনও খোঁজ পাওয়া যায়নি। যত সময় গড়াচ্ছে তাঁকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বেলুড় থানার পুলিশকর্মীরা। ঘটনাস্থলে রয়েছে জেলার বিপর্যয় মোকাবিলা দলও।