Electrocution: খেলতে খেলতে ক্লান্ত ছেলেটা জল খেতে গিয়েছিল, এরপরই মর্মান্তিক পরিণতি
Howrah News: তবে পানীয় জলের মেশিন নাকি বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয় ইরফান তা এখনও স্পষ্ট হয়নি।
হাওড়া: বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। প্রতিদিনের মতো শনিবার বিকেলে পাড়ার মাঠে ফুটবল খেলছিলেন বছর ১২’র ইরফান। খেলার পরে জল খেতে যায় সে। তখনই ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে সে। এলাকার লোকজন তাকে হাওড়া (Howrah) জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, বাবা-মায়ের একমাত্র সন্তান ইরফান। নাবালক সে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিবপুর কাজীপাড়ার মালিবাগান এলাকায়।
প্রতীক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল ইরফান। এরপরই জল খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। মাঠের পাশে একটি পরিশুদ্ধ পানীয় জলের মেশিন রয়েছে। পাশে একটি বিদ্যুতের তারও ছিল।
তবে পানীয় জলের মেশিন নাকি বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয় ইরফান তা এখনও স্পষ্ট হয়নি। এলাকার মানুষজন খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় শিবপুর থানায়। কী কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ইরফানের তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত অগস্টে তেরো বছরের এক নাবালিকার। হাওড়ার জগৎবল্লভপুরের নরেন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে। আরও তিন কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয়। টিউশন থেকে পড়ে ফিরছিল তারা। সারাদিন বৃষ্টিতে রাস্তায় জল, কাদা জমেছিল। সন্ধ্যার সময় টিউশন পড়ে ফিরছিল সপ্তম শ্রেণির তৃষা ও তার তিন বান্ধবী। সেই সময় রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে যায় তৃষার। বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ঝুলছিল। হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তিন বান্ধবীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।