Panchayat Election Result 2023: তৃণমূল প্রার্থীর বিজয় মিছিলে হামলা, রেহাই পেল না অ্যাম্বুলেন্সও, অভিযোগ TMC সমর্থকদের বিরুদ্ধেই
Howrah TMC: কলোড়া-২ গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী শ্রেয়া শেখকে নিয়ে বিজয় মিছিল বেরিয়েছিল। অভিযোগ, সেই সময়েই একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। গন্ডগোলের খবর পেয়ে ইতিমধ্য়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে ডোমজুড় থানার পুলিশ।

ডোমজুড়: তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিজয় মিছিল হচ্ছিল। আর সেই বিজয় মিছিলেই হামলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুধু মিছিলের উপর হামলাই নয়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাইকেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। সেখানে কলোড়া-২ গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী শ্রেয়া শেখকে নিয়ে বিজয় মিছিল বেরিয়েছিল। অভিযোগ, সেই সময়েই একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। গন্ডগোলের খবর পেয়ে ইতিমধ্য়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে ডোমজুড় থানার পুলিশ।
তৃণমূল প্রার্থীর স্বামীর দাবি করছেন, যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূলেরও সমর্থক। তাঁর দাবি, মিছিল যখন পাড়া দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই ইট-বোতল ছুড়তে শুরু করে তারা। ছাদের উপর থেকে বোতল ছোড়া হচ্ছিল বলে অভিযোগ। যারা হামলা চালিয়েছে, তারা নাকি অনেকদিন আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল এলাকায় বিজয় মিছিল বের করতে দেবে না। তবে এর সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই দাবি তাঁর। বিষয়টিকে পাড়ার ছেলেদের মধ্যে ঝামেলা বলেই ব্যাখ্যা দিচ্ছেন তিনি।
এদিকে ওই এলাকার প্রাক্তন উপপ্রধানের আবার দাবি, বিজয় মিছিলের মধ্যে সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল। তৃণমূলের বিজয় মিছিলে সিপিএম গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল বলে দাবি তাঁর। যদিও প্রাক্তন উপপ্রধানের এই দাবি হেসে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জয়ী প্রার্থীর স্বামী। তাঁর প্রশ্ন, তৃণমূলের বিজয় মিছিলে সিপিএম কেন আসবে?
এদিকে গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের তত্ত্বই উস্কে দিচ্ছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমকে পঞ্চায়েত সমিতিতে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বামেদের। তাদের প্রশ্ন, ‘সিপিএম কেন হামলা করতে যাবে? এর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।’





