Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election Result 2023: ভোটের পাঁচ দিন পর ঝোপ থেকে মিলল স্ট্যাম্প! উঠছে পুনর্নির্বাচনের দাবি

Ballot Paper Stamp: আজ বেলার দিকে গ্রামবাসীরাই প্রথমে স্ট্যাম্পটি পড়ে থাকতে দেখেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে সেটিকে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।

Panchayat Election Result 2023: ভোটের পাঁচ দিন পর ঝোপ থেকে মিলল স্ট্যাম্প! উঠছে পুনর্নির্বাচনের দাবি
ঝোপ থেকে উদ্ধার স্ট্যাম্পImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 6:52 PM

হাওড়া: ভোট মিটে গিয়েছে শনিবার। আজ বৃহস্পতিবার। ভোটের পাঁচ দিন পেরিয়ে ঝোপের ভিতর থেকে উদ্ধার ব্যালট পেপারে ছাপ দেওয়ার স্ট্যাম্প। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের নলপুরে। নলপুর গ্রাম পঞ্চায়েতের বেটিয়ারিতে একটি জলা জায়গায় ঝোপের মধ্যে থেকে পাওয়া গেল স্ট্য়াম্প। আর এই নিয়েই শোরগোল এলাকায়। আরও জোরালো হচ্ছে পুনর্নির্বাচনের দাবি। আজ বেলার দিকে গ্রামবাসীরাই প্রথমে স্ট্যাম্পটি পড়ে থাকতে দেখেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে সেটিকে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের দিকে দিকে ছাপ্পার অভিযোগ তুলেছিল বিরোধীরা। আজ সাঁকরাইলের এই ঘটনার পর আবারও সেই ছাপ্পার অভিযোগে সরব গেরুয়া শিবির বিজেপির সাঁকরাইল-১ মণ্ডলের সভাপতি বিকাশ নস্করের অভিযোগ, গোটা ব্লকেই তৃণমূল ছাপ্পা করেছে। অবাধে ভোট লুঠ করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এদিকে এলাকাবাসীদের একাংশের মুখেও আজ একই কথা। ওই এলাকায় যাতে নতুন করে ভোট নেওয়া হয়, সেই দাবি তুলছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে আজ জানিয়ে দেওয়া হয়েছে, সাঁকরাইলের মোট ১৫ টি বুথে পুনরায় ভোট গ্রহণের জন্য। যদিও সেই তালিকায় নলপুর গ্রাম পঞ্চায়েতের এই বুথটি নেই। তবে এদিন ঝোপ থেকে ব্যালটে ছাপ দেওয়ার স্ট্যাম্প উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা দাবি তুলতে শুরু করেছেন, এই বুথেও পুনর্নির্বাচন করতে হবে। যদিও ছাপ্পার অভিযোগ উড়িয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল শিবির। ওই এলাকা থেকে তৃণমূলের জয়ী প্রার্থী গৌতম ঘড়ুইয়ের দাবি, তিনি বৈধভাবেই ভোটে জিতেছেন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে, সব মিথ্যা বলেই দাবি তাঁর।