গোষ্ঠীদ্বন্দ্বের শিকার! টি পার্ক কাণ্ডে ধৃত আইএনটিটিইউসি নেতার ক্ষোভের মুখে দল

টি পার্ক কাণ্ডে আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায়ের খোঁজে পুলিস

গোষ্ঠীদ্বন্দ্বের শিকার! টি পার্ক কাণ্ডে ধৃত আইএনটিটিইউসি নেতার ক্ষোভের মুখে দল
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 8:34 PM

জলপাইগুড়ি: শিলিগুড়ি টি পার্ক কাণ্ডে প্রকাশ্যে চলে এল তৃনমূলের গোষ্ঠী কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছি, কোনও ঝামেলার মধ্যে না থেকেও গ্রেফতার হতে হল। শনিবার জলপাইগুড়ি আদালত চত্বরে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক সব মন্তব্য করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বাবু দাস।

শিলিগুড়ির টি পার্কের ভিতরে থাকা কন্টেনার ডিপোতে শ্রমিক নিয়োগ ঘিরে বহুদিন ধরে ঝামেলা চলছে। সেখানে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছে আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায় ও তাঁর অনুগামীরা। অন্যদিকে টি পার্কের ব্যবসায়ীদের যুক্তি অত্যাধুনিক কাজের জন্য দরকার দক্ষ শ্রমিক। স্থানীয় অদক্ষ শ্রমিকদের কাজ দেওয়া যাবে না। এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই টি পার্ক এলাকায় বিশৃঙ্খলা ছড়ায়। কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের ডেপুটি কমিশনারের অফিসারের ভাঙচুরের অভিযোগ ওঠে প্রসেনজিৎ রায়ের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় শুক্রবার ৬ জন আইএনটিটিইউসি নেতার গ্রেফতারির পর শনিবার জলপাইগুড়ি আদালতে আরও ৭ জন নেতাকে তোলা হয়। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ তে। আর এই গ্রেফতারি নিয়ে কার্যত বিজেপি নেতাদের অভিযোগকেই মান্যতা দিলেন আইএনটিটিইউসি নেতা বাবু দাস।

এদিন জলপাইগুড়ি আদালত চত্বরে পুলিস ভ্যান থেকে ধৃত নেতার দাবি, রাজনৈতিক শিকার হয়েছেন তাঁরা। তাঁর কথায়, “আইএনটিটিইউসির সক্রিয় কর্মী হয়ে, ঝামেলায় না থেকেও আমরাই গ্রেফতার হলাম। এবার ভাববো আর এই সংগঠন করব কিনা।” কিন্তু ঝামেলায় না থেকেও কেন গ্রেফতার হতে হল? এ নিয়ে ধৃত শ্রমিক সংগঠনের নেতার আরও বিস্ফোরক প্রতিক্রিয়া, এ বিষয়ে ভালো বলতে পারবেন দলের শীর্ষ নেতৃত্ব। বারবার তিনি অভিযোগ করলেন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। বলেন, অন্যায় না করে যদি জেলে ঢুকতে হয় তাহলে আর কেন দলে থাকব। উল্লেখ্য, এদিন অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে আপাতত তা দের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: বিনা বনধে স্তব্ধ এনজিপি স্টেশন! চরম দুর্ভোগে যাত্রীরা

সূত্রের খবর, বৃহস্পতিবার টি পার্কে ঝামেলার ঘটনায় আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায়ের উপর অসন্তুষ্ট দলের শীর্ষ নেতৃত্ব। নবান্নের নির্দেশে প্রসেনজিৎকে ধরতে তৎপর হয়েছে পুলিস। তাঁকে ধরতে সীমান্তেও সতর্কতা জারি হয়েছে বলে খবর। যদিও বিরোধীদের অভিযোগ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত ওই আইএনটিটিইউসি নেতাকে পালানোর সুযোগ করে দিয়েছে পুলিসই। শুক্রবার এনজেপি চত্বরে অঘোষিত বনধ করতেও তাঁকে রাস্তায় দেখা গিয়েছিল বলে অভিযোগ। এদিকে কন্টেনার ডিপোতে ঝামেলার পর যেভাবে ধৃত আইএনটিটিইউসি নেতারা দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির।