Jalpaiguri: কপালে গেরুয়া তিলক টেনে বিজেপিকে ধাক্কা! ৩০০ পরিবার তুলে নিল ঘাসফুল পতাকা
BJP Leaders Join in TMC: দক্ষিনবঙ্গের বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক নিয়ে যখন রাজ্য বিজেপি অস্বস্তিতে, রাজ্য রাজনীতি তোলপাড়, তখন ডুয়ার্সের দাপুটে বিজেপি নেতারা দল ত্যাগ করে তুলে নিলেন ঘাসফুল পতাকা।
জলপাইগুড়ি: দক্ষিনবঙ্গের বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক নিয়ে যখন রাজ্য বিজেপি অস্বস্তিতে, রাজনীতি তোলপাড়, তখন ডুয়ার্সের দাপুটে বিজেপি নেতারা দল ত্যাগ করে তুলে নিলেন ঘাসফুল পতাকা। আর হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়া নয়, সোজা দলবদল করলেন তাঁরা।
মঙ্গলবার প্রায় ৩০০-র বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে বড় ধাক্কা খেল গেরুয়া শিবিরে। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, মণ্ডল সভাপতি- সহ ৩০০ পরিবার যোগ দিল তৃণমূলে। এদিন রাজ্যের প্রাক্তন ও বর্তমান মন্ত্রীর উপস্থিতিতে বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের মেগা যোগদান অনুষ্ঠান হল।
অবিভক্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সহ প্রায় তিনশো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। দীর্ঘ ত্রিশ বছরের ওই এলাকার দাপুটে বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য উমেশ যাদব- সহ একাধিক নেতৃত্ব এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। তাঁদের অনেকের কপালেই দেখা গেল বিজেপি নেতাদের ট্রেডমার্ক গেরুয়া তিলক।
এই মেগা যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক ও প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। এদিন বিন্নাগুরির একটি ধর্মশালায় এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। নবাগতদের দলের স্বাগত জানান মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন যোগদানকারী বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
বানারহাট ব্লকের প্রায় এক ঝাঁক নেতাকর্মী এইভাবে দল ত্যাগ করায় বিজেপির অস্তিত্ব সঙ্কটে বলে দাবি করেছেন মন্ত্রী বুলুচিক বরাইক। তবে বিধানসভা ভোটের পর থেকে যেভাবে গোটা ডুয়ার্স জুড়ে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে, তাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব ঘাসফুল ব্যালট বাক্সে নিতে পারে কিনা সেটাই দেখার।
শিলিগুড়ি পুরভোটের আগে গেরুয়া শিবিরে ধাক্কা:
শুধু জলপাইগুড়িই নয়, এদিন শিলিগুড়িতেও বড় ধাক্কা গেরুয়া শিবিরে। দীর্ঘদিনের বিজেপি কাউন্সিলর খুশবু মিত্তল যোগ দেন তৃণমূলে। গৌতম দেবের উপস্থিতিতে ঘাসফুল পতাকা তুলে নিয়ে খুশবু বলেন, এলাকার উন্নয়নের প্রশ্নেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “দীর্ঘদিন বিজেপি করেছি। এলাকার উন্নয়ন করতে চাই। তাই দল ছাড়ছি”।
ধাক্কা সিপিএমেও:
অবসর ভেঙে ফের ভোট ময়দানে নামছেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। আর এদিনই সিপিএম ছাড়লেন এলাকার হেভিওয়েট নেতা বলে পরিচিত দ্বীপায়ন রায়। তিনি সিপিএমের বিদায়ী কাউন্সিলরও বটে। পুরভোটের আগে কার্যত দলভাঙনের খেলা তৃণমূলের। যদিও তাদের দাবি, স্বেচ্ছায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আকৃষ্ট হয়েই বাম ও গেরুয়া শিবির ছেড়ে নেতারা আসছেন তৃণমূলে। আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের।
আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি পুরভোটের আগে পদ্মের খুশবু চলে গেলেন ঘাসফুলে!