‘বিয়ে করলেই চাকরি!’ ৬ স্ত্রীয়ের টাকায় আয়েশে কাটছিল দিন, শেষ রক্ষা হল না…

Fraud: বিহার থেকে কর্মসূত্রে এ রাজ্যে এসেছিলেন। কিন্তু কাজের কাজ কিছু করতেন না। বরং এক সঙ্গে ছ' জন আদিবাসী মহিলাকে তাঁদের টাকাতেই আয়েশ করে জীবন কাটছিল। স্ত্রীরা এর বিন্দুবিসর্গ জানতেন না। তাঁদের প্রত্যেককে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

'বিয়ে করলেই চাকরি!' ৬ স্ত্রীয়ের টাকায় আয়েশে কাটছিল দিন, শেষ রক্ষা হল না...
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 6:47 PM

জলপাইগুড়ি: বিহার থেকে কর্মসূত্রে এ রাজ্যে এসেছিলেন। কিন্তু কাজের কাজ কিছু করতেন না। বরং এক সঙ্গে ছ’ জন আদিবাসী মহিলাকে বিয়ে করে তাঁদের টাকাতেই আয়েশ করে জীবন কাটছিল। স্ত্রীরা এর বিন্দুবিসর্গ জানতেন না। তাঁদের প্রত্যেককে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। বিয়ের পরপরই বলা হত চাকরি হয়ে যাবে। কিছু টাকা দিতে হবে। এভাবে বিভিন্ন জায়গায় স্ত্রীদের রেখে তাঁদের রোজগারের টাকায় দিব্যি ঘুরেফিরে দিন কাটাচ্ছিলেন সুদূর বিহারের বৈশালী জেলা থেকে আসা রাহুল কুমার সিং। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে ৬ মহিলা একসঙ্গে জানতে পারেন স্বামীর কুকীর্তির কথা। জুটল উত্তম-মধ্যম মার। ‘আসামী’ স্বামীর ঠাঁই এখন গারদে।

জানা গিয়েছে, রবিবারই স্বামীর কুকীর্তির কথা জেনে একজোট হন স্ত্রীরা। রবিবার রাতে মাল ব্লকের নেওরানদী চা-বাগান থেকে স্বামীকে পাকড়াও করেন তাঁরা। এর পর ব্যাপক মারধর করা হয়। স্থানীয়রাও ব্যাপক মারধর করে অভিযুক্তকে। খবর যায় পুলিশের কাছে। অবশেষে মহিলাদের অভিযোগের ভিত্তিতে মাল থানার পুলিশ গ্রেফতার করে স্বামী রাহুলকে।

রবিবার রাতে নেওরানদী চা-বাগানে কর্মরতা প্রেমা সিং মাল থানায় লিখিত অভিযোগ করে জানান যে, তাঁর সঙ্গে রাহুল কুমার সিংয়ের ২ বছর আগে বিয়ে হয়। রবিবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া ও ধওলাঝোড়া চা-বাগানের নিবাসী রজন্তি মিঞ্জ ও লক্ষ্মী মাহালী নামে দুই মহিলা তাঁর বাড়িতে আসেন। তাঁরা জানান তাঁদেরও স্বামী রাহুল কুমার সিং। তাঁদেরও বিয়ে করেছেন এবং আর্থিক প্রতারণা করেছেন। তাছাড়া তাঁর আরও একটি স্ত্রী আছে। শুধু তাই নয়, অভিযুক্ত রাহুল কুমার সিং এমনই বহু আদিবাসী মহিলাকে চাকরি দেওয়ার নাম করে অর্থ নিয়েছে বলে দাবি করেন ওই মহিলারা। এর পর স্বামীকে পাকড়াও করলে সে কোনও সদুত্তরই দিতে পারেনি। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন প্রেমা।

এখানেই শেষ নয়, রবিবার রাতে মাল থানার সামনে দাঁড়িয়ে দুই মহিলা জানান অভিযুক্ত রাহুল কুমার সিং তাঁদের বিয়ে করে শুধু ঠকায়নি, বিভিন্ন সময়ে আর্থিক ভাবেও প্রতারণা করেছেন। তাঁরা আরও জানান যে ওই অভিযুক্ত মোট ৬ জন আদিবাসী মহিলাকে বিয়ে করে আর্থিক ভাবে প্রতারিত করেছেন।

এনিয়ে আদিবাসী মহিলা ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি বিনয় মুর্মু বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে, বিভিন্ন সময় আদিবাসী মহিলাদের প্রতারিত করা হচ্ছে। কাউকে বিয়ের নাম করে সহবাস করে ছেড়ে দেওয়া হয়। এভাবে একের পর এক ঘটনা ঘটছে। ওই ব্যক্তি একাধিক আদিবাসী মহিলাকে বিয়ে করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।” এনিয়ে মাল থানার আইসি সুজিত লামা জানান, অভিযুক্তকে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করে হয়েছে। আরও পড়ুন: টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বার করে আনা হল বৌদিকে…তৃণমূল কর্মীর পরের কীর্তি আরও নৃশংস