উল্লেখ্য, ডুয়ার্স থেকে কাঠ পাচার নতুন কিছু নয়। অরণ্য় সপ্তাহ চলাকালীনও কাঠ মাফিয়াদের দৌরাত্ম্যে রাশ টানা যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী জানিয়েছেন, সব দেখেশুনেও উদাসীন বন দফতর। ঠিকমতো পাহারার ব্যবস্থা নেই। এর সুযোগ নিয়ে অবাধে দাপট চালিয়ে যাচ্ছে কাঠ মাফিয়ারা। গাছ কাটতে, পাচার করতে আর রাতের অন্ধকারের প্রয়োজন নেই। দরকার নেই আড়ালের। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে এক ছবি। দিনের আলোয়, সবার চোখের সামনে বহুমূল্য গাছ পাচার হয়ে যাচ্ছে। অবাধে চলছে গাছ-নিধন যজ্ঞ এমনই অভিযোগ এলাকাবাসীর। যদিও, বনদফতর সূত্রে খবর, গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে। (নিজস্ব চিত্র)