Photo Gallery:নদীপথেই বাংলাদেশে পাচার, কাঠ-মাফিয়াদের সঙ্গে গুলিযুদ্ধে বনদফতর!

Smuggling: অরণ্য় সপ্তাহ চলাকালীনও কাঠ মাফিয়াদের দৌরাত্ম্যে রাশ টানা যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের।

| Edited By: | Updated on: Aug 28, 2021 | 8:30 PM
জলপাইগুড়ি: অন্ধকারে নদী পথে গোপনে চলছিল কাঠপাচার। ডুয়ার্স থেকে নদীপথে বাংলাদেশে যাচ্ছিল বহুমূল্য সেই কাঠ। পাচার রুখতে কাঠ-মাফিয়াদের সঙ্গে গুলির লড়াইয়ে বনকর্মীরা। বাজেয়াপ্ত লক্ষাধিক মূল্যের শালকাঠ। শুক্রবার রাত দেড়টা নাগাদ ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত সোনাখালি জঙ্গলে পাচারকারীদের সঙ্গে সম্মুখ-সমরে জড়িয়ে পড়েন বনকর্মীরা।  (নিজস্ব চিত্র)

জলপাইগুড়ি: অন্ধকারে নদী পথে গোপনে চলছিল কাঠপাচার। ডুয়ার্স থেকে নদীপথে বাংলাদেশে যাচ্ছিল বহুমূল্য সেই কাঠ। পাচার রুখতে কাঠ-মাফিয়াদের সঙ্গে গুলির লড়াইয়ে বনকর্মীরা। বাজেয়াপ্ত লক্ষাধিক মূল্যের শালকাঠ। শুক্রবার রাত দেড়টা নাগাদ ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত সোনাখালি জঙ্গলে পাচারকারীদের সঙ্গে সম্মুখ-সমরে জড়িয়ে পড়েন বনকর্মীরা। (নিজস্ব চিত্র)

1 / 5
বনদফতর সূত্রে খবর, আগে থেকেই কাঠ পাচারের খবর পেয়েছিলেন রেঞ্জার অফিসাররা। সেইমতো প্রস্তুতি নিয়েই এদিন নদীর পারে ওঁত পেতে লুকিয়ে থাকেন বনকর্মীরা। দেখা যায়, রাত দেড়টা নাগাদ বড় বড় শালকাঠের লগ কেটে তার তলায় রবার টিউব লাগিয়ে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। টিউবে ভাসতে ভাসতে সেই শালকাঠের লগ পৌঁছে যাচ্ছে মাফিয়াদের কব্জায়। কালবিলম্ব না করে পাচারকারীদের ধরতে উঠে পড়ে লাগেন রেঞ্জার অফিসাররা। আচমকা, তাঁদের দেখে কিছুটা থতমত খেলেও মুহূর্তের মধ্যে গুলি বর্ষণ করতে থাকে পাচারকারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান বনকর্মীরা।  (নিজস্ব চিত্র)

বনদফতর সূত্রে খবর, আগে থেকেই কাঠ পাচারের খবর পেয়েছিলেন রেঞ্জার অফিসাররা। সেইমতো প্রস্তুতি নিয়েই এদিন নদীর পারে ওঁত পেতে লুকিয়ে থাকেন বনকর্মীরা। দেখা যায়, রাত দেড়টা নাগাদ বড় বড় শালকাঠের লগ কেটে তার তলায় রবার টিউব লাগিয়ে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। টিউবে ভাসতে ভাসতে সেই শালকাঠের লগ পৌঁছে যাচ্ছে মাফিয়াদের কব্জায়। কালবিলম্ব না করে পাচারকারীদের ধরতে উঠে পড়ে লাগেন রেঞ্জার অফিসাররা। আচমকা, তাঁদের দেখে কিছুটা থতমত খেলেও মুহূর্তের মধ্যে গুলি বর্ষণ করতে থাকে পাচারকারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান বনকর্মীরা। (নিজস্ব চিত্র)

2 / 5
এক রেঞ্জার অফিসার সহদেব রাওয়ের কথায়, "আমরা নদীর ধারে বসেছিলাম। তখন ওই পাচারকারীরা নদীপথে এসে পৌঁছয়। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি। ওদের সঙ্গে আমাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। ওরা গুলি চালাতে শুরু করে। আমরাও পাল্টা গুলি চালাই। তারপর ওরা পালিয়ে যায়। মোটামুটিভাবে প্রায় শ'দেড়েক কাঠের লগ উদ্ধার হয়েছে। তবে পাচারকারীদের ধরা যায়নি। প্রচণ্ড বৃষ্টিতে ওরা পালিয়ে যায়। (নিজস্ব চিত্র)

এক রেঞ্জার অফিসার সহদেব রাওয়ের কথায়, "আমরা নদীর ধারে বসেছিলাম। তখন ওই পাচারকারীরা নদীপথে এসে পৌঁছয়। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি। ওদের সঙ্গে আমাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। ওরা গুলি চালাতে শুরু করে। আমরাও পাল্টা গুলি চালাই। তারপর ওরা পালিয়ে যায়। মোটামুটিভাবে প্রায় শ'দেড়েক কাঠের লগ উদ্ধার হয়েছে। তবে পাচারকারীদের ধরা যায়নি। প্রচণ্ড বৃষ্টিতে ওরা পালিয়ে যায়। (নিজস্ব চিত্র)

3 / 5
ডুয়ার্সের সাম্মানিক বন্যপ্রাণী সংরক্ষণ অধিকর্তা সীমা চৌধুরী বলেন, "আমাদের বনকর্মীরা সংখ্যায় কম ছিলেন। কাঠ মাফিয়ারা ছিল অনেক বেশি। বর্ষাকাল বলেই নদীপথ বেছে নিয়েছে পাচারকারীরা। দুই পক্ষে রীতিমতো খণ্ড যুদ্ধ হয়। গুলি চালানো হয় আমাদের কর্মীদের উপর। যদিও কেউ আহত হননি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় এসিএফ বিপাশা পারুলের নেতৃত্বে একটি দল। যদিও পাচারকারীদের ধরা যায়নি। তবে চেষ্টা চলছে।" (নিজস্ব চিত্র)

ডুয়ার্সের সাম্মানিক বন্যপ্রাণী সংরক্ষণ অধিকর্তা সীমা চৌধুরী বলেন, "আমাদের বনকর্মীরা সংখ্যায় কম ছিলেন। কাঠ মাফিয়ারা ছিল অনেক বেশি। বর্ষাকাল বলেই নদীপথ বেছে নিয়েছে পাচারকারীরা। দুই পক্ষে রীতিমতো খণ্ড যুদ্ধ হয়। গুলি চালানো হয় আমাদের কর্মীদের উপর। যদিও কেউ আহত হননি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় এসিএফ বিপাশা পারুলের নেতৃত্বে একটি দল। যদিও পাচারকারীদের ধরা যায়নি। তবে চেষ্টা চলছে।" (নিজস্ব চিত্র)

4 / 5
উল্লেখ্য, ডুয়ার্স থেকে কাঠ পাচার নতুন কিছু নয়। অরণ্য় সপ্তাহ চলাকালীনও কাঠ মাফিয়াদের দৌরাত্ম্যে রাশ টানা যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী জানিয়েছেন, সব দেখেশুনেও উদাসীন বন দফতর।  ঠিকমতো পাহারার ব্যবস্থা নেই। এর সুযোগ নিয়ে অবাধে দাপট চালিয়ে যাচ্ছে কাঠ মাফিয়ারা। গাছ কাটতে, পাচার করতে আর রাতের অন্ধকারের প্রয়োজন নেই। দরকার নেই আড়ালের। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে এক ছবি। দিনের আলোয়, সবার চোখের সামনে বহুমূল্য গাছ পাচার হয়ে যাচ্ছে। অবাধে চলছে গাছ-নিধন যজ্ঞ এমনই অভিযোগ এলাকাবাসীর। যদিও, বনদফতর সূত্রে খবর, গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে।  (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, ডুয়ার্স থেকে কাঠ পাচার নতুন কিছু নয়। অরণ্য় সপ্তাহ চলাকালীনও কাঠ মাফিয়াদের দৌরাত্ম্যে রাশ টানা যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী জানিয়েছেন, সব দেখেশুনেও উদাসীন বন দফতর। ঠিকমতো পাহারার ব্যবস্থা নেই। এর সুযোগ নিয়ে অবাধে দাপট চালিয়ে যাচ্ছে কাঠ মাফিয়ারা। গাছ কাটতে, পাচার করতে আর রাতের অন্ধকারের প্রয়োজন নেই। দরকার নেই আড়ালের। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে এক ছবি। দিনের আলোয়, সবার চোখের সামনে বহুমূল্য গাছ পাচার হয়ে যাচ্ছে। অবাধে চলছে গাছ-নিধন যজ্ঞ এমনই অভিযোগ এলাকাবাসীর। যদিও, বনদফতর সূত্রে খবর, গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে। (নিজস্ব চিত্র)

5 / 5
Follow Us: