Murder in Jalpaiguri: রাতে ঢুকেছিলেন প্রতিবেশী মহিলার ঘরে, পরকীয়া সম্পর্কের জেরেই কি জলপাইগুড়িতে খুন যুবক?
Murder in Jalpaiguri: খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল তাঁর তদন্ত শুরু হয়েছে। চাপা উত্তেজনা গোটা এলাকায়।
জলপাইগুড়ি: চা বাগান সংলগ্ন এলাকা থেকে এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধাররের ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাবনিখারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লক্ষ্মীরাম হেমব্রম (৩৫)। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মতল পাড়ার বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ব্যক্তিকে পিটিয়ে মারা (Murder in Jalpaiguri) হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীরাম হেমব্রম নামে ওই যুবক দিনমজুরের কাজ করতেন। সোমবার রাতে পাবনিখারি এলাকার এক মহিলার ঘরে ঢুকেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় ওই মহিলার বাড়ির লোকেরা লক্ষ্মীরামকে ধরে ফেলে। এরপর তাঁকে বেঁধে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ওই বাড়ির পাশের এক ফাঁকা জায়গা থেকে লক্ষ্মীরামের মৃতদেহ উদ্ধার হয়।
এদিকে ঘটনার পর থেকে মহিলার বাড়ির লোকেরা পলাতক। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ভাই সুনিল হেমব্রম বলেন, দাদা গতকাল রাতে ওই বাড়িতে গিয়েছিল। কিন্তু কেন এসেছিল তা জানা নেই।
স্থানীয় বাসিন্দা শ্যামাকান্ত রায় বলেন, এই যুবক দিনমজুরের কাজ করতেন। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা বলাবলি করছিলেন ওই বাড়ির মহিলার সঙ্গে ওঁর পরকীয়া সম্পর্ক ছিল। সে কারণেই গত রাতে ওই মহিলার কাছে গিয়েছিল। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। এরপর থেকে বাড়ির সকলে পলাতক।
ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর পাল জানিয়েছেন, ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত এবং দেহে আঘাতের চিহ্ন দেখে অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে। পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।