Rain in Jalpaiguri: বর্ষার বৃষ্টিতে ডুবছে গোটা শহর, রেহাই কবে? বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ির বাসিন্দারা
Rain in Jalpaiguri: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ২২-২৩ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ৩ তারিখের পর মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে।
জলপাইগুড়ি: মাত্র কিছুক্ষণের বৃষ্টিতে জল থৈথৈ জলপাইগুড়ি (Jalpaiguri)। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস (Weather Department)। এরই মধ্যে মঙ্গলবার রাতে জলপাইগুড়িতে কিছুক্ষণের জন্য মুষলধারায় বৃষ্টি নামে। আর এতেই জলমগ্ন হয়ে পড়ল গোটা শহর। চরম সমস্যার মুখে পড়েন শহরবাসী। নাকাল অফিস ফেরত নিত্যযাত্রীরা।
কোথাও কোথাও এক হাঁটু সমান জল পেরিয়ে বাড়ি ফিরলেন নিত্যযাত্রীরা। আর এতেই নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। প্রশানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দা সঞ্চিতা সরকার, পাপিয়া বসাকেরা। এদিন রাতে তাঁরাও কাজ সেরে ফিরছিলেন বাড়ি। এরমধ্যে কিছুক্ষণ বৃষ্টি হয়। তাতেই জল জমে বেহাল দশা। সকলেই বলছেন, আমরা চাই পৌর কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিক।
ঘটনায় জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর তপন ব্যানার্জি টেলিফোনে বলেন, “মরশুমের প্রথম ভারী বৃষ্টি। অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়েছে। মনে হয় কিছু ড্রেনের মুখ বন্ধ ছিল। তাতেই এই বিপত্তি। কিন্তু বৃষ্টি কমার পর জল নেমে গিয়েছে। কোনও ওয়ার্ড থেকে এখন আর তেমন জল জমে থাকার খবর আসেনি।” অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২২-২৩ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে ২১ জুন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ২৩ তারিখের পর মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে।