Cylinder Blast: বাজ পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! ভয়ঙ্কর কাণ্ড গজলডোবায়
Gajoldoba: শিবানী মণ্ডল নামে এক মহিলার বাড়িতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এই বিস্ফোরণে রান্নাঘর একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘরের দরজা, দেওয়ালও ভেঙে পড়ে। বাড়িতে একটি বাইক রাখা ছিল, তাতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। আসবাবপত্র পুড়ে যায়।
মালবাজার: দক্ষিণবঙ্গ থেকে এবার দুর্যোগের পূর্বাভাস যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। পাহাড় থেকে সমতল, ডুয়ার্স, সর্বত্রই বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর এরমধ্যেই রবিবার রাতে মালবাজারে বজ্রপাতে ঘটে গেল বড় দুর্ঘটনা। ঘরের ভিতরে রাখা ছিল গ্যাস সিলিন্ডার। বাজের ঝলকানিতে সেই সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে পরিবারের লোকজনের অভিযোগ। মালবাজার মহকুমার গজলডোবার এই ঘটনায় জখম হন একজন।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার রাত তখন প্রায় ২টো। হঠাৎই বাজ পড়তে শুরু করে। এরইমধ্যে এলাকার লোকজন বিকট শব্দ শুনতে পান। এরপরই দেখা যায় এলাকার একটি বাড়িতে সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়।
শিবানী মণ্ডল নামে এক মহিলার বাড়িতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এই বিস্ফোরণে রান্নাঘর একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘরের দরজা, দেওয়ালও ভেঙে পড়ে। বাড়িতে একটি বাইক রাখা ছিল, তাতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। আসবাবপত্র পুড়ে যায়। জখম হন পরিবারের এক সদস্য অসিত মণ্ডল। রান্নাঘরের পাশেই গোয়ালঘর। সেখানেই গবাদিপশু ছিল। তারাও জখম হয়। অসিত মণ্ডলকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও দমকলের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান।