Dhupguri Accident: রাস্তা পেরচ্ছিলেন, হঠাৎ ধাক্কা গাড়ির, থেঁতলে গেলেন বৃদ্ধা
Accident: স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম কুলসুম বেওয়া। আজ সাত সকালে এশিয়ান হাইওয়ে ৪৮ পেরচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময় গয়েরকাটার দিক থেকে দ্রুত গতিতে একটি এটি যাত্রীবাহী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর।
ধূপগুড়ি: রাস্তা পেরিয়ে যাচ্ছিলেন প্রতিবেশীর বাড়িতে। সেই সময়ই ধেয়ে এল বিপদ। রাস্তা পেরতে যেতেই চলে এল গাড়ি। সঙ্গে-সঙ্গে পিষে দিয়ে চলে গেল বৃদ্ধাকে। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। ধূপগুড়ি মহকুমার দেওমালী মাইচকা সেতু সংলগ্ন এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম কুলসুম বেওয়া। আজ সাত সকালে এশিয়ান হাইওয়ে ৪৮ পেরচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময় গয়েরকাটার দিক থেকে দ্রুত গতিতে একটি এটি যাত্রীবাহী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর।
সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক গাড়িটিও। পরবর্তিতে ওই গাড়িটিকে পাকড়াও করে ধূপগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে দমকল বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ নিয়ে গেলে পুলিশের তৎপরতায় ফের যান চলাচল স্বাভাবিক হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।