Minor Harassment: ছোট্ট মেয়েকে ঘরে একা পেয়ে বাবা যা করলেন, পড়শিরা বলছেন, লজ্জায় মুখ ঢাকবে পশুও
Jalpaiguri: শিশুটি জানায়, বাড়িতে বাবা তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। বিস্তারিত শুনে রাগে ফুঁসতে থাকেন পাড়ার লোকেরা। সোজা থানায় গিয়ে হাজির হন।
জলপাইগুড়ি: বিকৃত মানসিকতার পরিচায়ক ক্রমে বেড়েই চলেছে। এবার এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে নাম জড়াল বাবার। এই ঘটনায় হতবার ধূপগুড়ির মানুষ। নিজের বাবা এমন কাজও করতে পারেন, ভাবতেই পারছেন না এলাকার লোকজন। রবিবার বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি।
অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় টোটো চালক। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী অসমে যান। ব্যক্তিগত কাজেই যান তিনি। বছর চার পাঁচেকের মেয়েকে রেখে যান বাবার কাছেই। বাবার ছায়ায় মেয়ে থাকবে, এর থেকে নিশ্চিন্ত ঠিকানা আর কী বা হতে পারে। অভিযোগ, সেই বিশ্বাসেরই সুযোগ নেন ওই ব্যক্তি।
অভিযোগ, রবিবার বিকেলে ওই শিশু তার পাড়ার লোকজনকে বিষয়টি জানায়। যদিও প্রথমে ওই শিশুর অভিযোগকে আমল দেননি পাড়ার লোকেরা। তবে কয়েকজনের মনে হয়েছিল তার কথায় একটা আতঙ্ক লুকিয়ে রয়েছে। এরপরই আলাদা করে নিয়ে গিয়ে কথা বলেন পাড়ার কয়েকজন মহিলা।
শিশুটি জানায়, বাড়িতে বাবা তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। বিস্তারিত শুনে রাগে ফুঁসতে থাকেন পাড়ার লোকেরা। সোজা থানায় গিয়ে হাজির হন। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। পাশাপাশি শিশুটিরও স্থানীয় গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সোমবার ফের জলপাইগুড়ি নিয়ে যাওয়া হবে তাকে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “এ ধরনের ঘটনা যে পাড়ার মধ্যে ঘটতে পারে সেটা আমরা ভাবতেই পারছি না। বাচ্চাটা যখন সব কিছু বলল পাড়ার বেশ কয়েকজন খুবই রেগে যান। কয়েক ঘা দেন ওই যুবককে। আমরা আজ দুপুরে জানতে পারি। মা বাপের বাড়িতে অসমে। বাচ্চাটির মেডিকেল রিপোর্ট কী আসে দেখে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক।” সোমবার ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশ নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।