Flash Flood: মাল নদীতে দুর্ঘটনা নিয়ে পোস্টে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, আটক বিজেপি নেতা

Malbazar: পদ্মশিবিরের জেলা সভাপতি বাপী গোস্বামী 'প্রতিহিংসামূলক' রাজনীতি বলে দাবি করেছেন।

Flash Flood: মাল নদীতে দুর্ঘটনা নিয়ে পোস্টে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, আটক বিজেপি নেতা
আটক বিজেপি নেতা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2022 | 4:24 PM

জলপাইগুড়ি: মাল নদীর প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিমূলক ফেসবুক পোস্ট। আটক বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ের অফিস সম্পাদক সুজিত ভৌমিক। এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে তাঁকে। অপরদিকে, বিষয়টির মধ্যে রাজনীতি দেখছে বিজেপি। পদ্মশিবিরের জেলা সভাপতি বাপী গোস্বামী ‘প্রতিহিংসামূলক’ রাজনীতি বলে দাবি করেছেন।

কী লিখেছিলেন বিজেপি নেতা? ‘আজ মালবাজারে হড়পা বানের দরুণ প্রাণহানির ঘটনা ঘটে।কিন্তু প্রশাসন এটা নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। বহু দেহ গায়েল করার গন্ধ পাওয়া যাচ্ছে।’ যদিও এই পোস্টটির পর বিজেপি নেতা আরও একটি পোস্ট করেন। ভুল সংশোধন করে লেখেন, ‘আমার দ্বারা ভুল পোস্ট হয় মালবাজার নিয়ে। লোকমুখে বিভ্রান্তিমূলক খবর পেয়ে পোস্ট করি। এর জন্য দুঃখিত।’

অপরদিকে এই বিষয়ে তৃণমূল নেতা বলেন সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘বিজেপির কাজ প্লেনে করে লাস খোঁজা। তা দিয়েই নোংরা রাজনীতি করেন। এক্ষেত্রেও তাই হয়েছে। এরা এদের কাজ করতে থাকুক। আমারা মানুষের পাশে থাকব।’

প্রসঙ্গত, মাল নদীতে হড়পা বান। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনও নিখোঁজ অনেকে। রাতভর চলেছে উদ্ধারকার্য। প্রাকৃতিক বিপর্যয় হলেও ভয়াবহ দুর্ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

মূলত, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে গত ২-৩ দিন ধরেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। কারণ, নিম্নচাপের প্রভাবে সাগর থেকে দক্ষিণা বাতাস সরাসরি পাহাড়ে পৌঁছে বৃষ্টি নামানোর অনুকূল পরিস্থিতি তৈরি করছিল। দশমীতেও ভারী বৃষ্টির সতর্কতা ছিল জলপাইগুড়ি, কালিম্পঙে। বর্ষার শেষবেলায় এই ভারী বর্ষণই হড়পা বানের সবচেয়ে বড় কারণ হতে পারে। পাহাড়ি নদীর (এক্ষেত্রে মাল) উচ্চ প্রবাহ বা আপার ক্যাচমেন্টে অল্প সময়ে বেশি বৃষ্টি হয়ে থাকলে হড়পা বানের আশঙ্কা বাড়ে। নদীখাত অগভীর হলে জলের তোড় বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে হড়পা বানে। সেক্ষেত্রে প্রশ্ন পূর্বাভাস থাকা সত্ত্বেও কীভাবে এত লোকের ভিড়ের অনুমতি দিল প্রশাসন? উঠছে প্রশ্ন