Dilip Ghosh: বেতন কম, সিভিক ছেড়ে অগ্নিবীর হন : দিলীপ ঘোষ
Dilip Ghosh: বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথ প্রকল্পে যোগ দেওয়ার অনুরোধ জানাতে দেখা যায় তাঁকে।
জলপাইগুড়ি: অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) ঘোষণার পর থেকে গোটা দেশে ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। কেন্দ্রের এই প্রকল্পের বিরুদ্ধে কার্যত একযোগে মাঠে নেমেছে বিরোধীরা। প্রকল্প প্রত্যাহারের দাবিও উঠেছে। তবে, কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা বিজেপির (BJP) দাবি, এ প্রকল্প আদপে দেশের যুব সমাজের কথা চিন্তা করেই আনা হয়েছে। চুক্তিভিত্তিক এ কাজে বাড়বে কাজের সুযোগ। এদিকে অগ্নিপথ প্রকল্পের হাত ধরে যাঁরা ভারতীয় সেনায় চার বছরের জন্য যোগ দেবেন তাঁদের বলা হয় অগ্নিবীর। এবার এই অগ্নিবীরদের ভূয়সী প্রশংসা করতে গিয়ে বাংলার সিভিক ভলানন্টিয়ারদের প্রসঙ্গ টেনে আনেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের সাফ দাবি, “সিভিক ছেড়ে অগ্নিবীর হন”।
বৃহস্পতিবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) অগ্নিপথ প্রকল্পে যোগ দেওয়ার অনুরোধ জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার শিলিগুড়ি যাওয়ার আগে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “যাঁরা সিভিক পুলিশের চাকরি করছেন তারা মাত্র আট হাজার টাকা মাইনে পান। এতটুকু টাকা কাজে যেতে আসতেই শেষ হয়ে যায়। এদের ভবিষ্যৎ কী আছে তা আমার জানা নেই। তবে এখানে মাসে ২৫০০০ মাইনে পাবেন। একইসঙ্গে ভবিষ্যৎ গড়ারও সুযোগ আছে। তাই সিভিক ভাইদের আমার অনুরোধ আপনারা এগিয়ে আসুন। অগ্নিপথে যোগ দিয়ে নিজেকে অগ্নিবীর করে তুলুন”।
এদিকে সম্প্রতি বাম নেতা মহম্মদ সেলিম কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে কটাক্ষবান শানিয়েছিলেন। বসিরহাটে এসে বলেছিলেন, “প্রধানমন্ত্রীর দেশের সেনাদের নিয়ে নতুন একটা ঠিকাদারি স্কিম এনেছেন। আমরা ঠিকায় কাজ করা সেনা চাইনা।” এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,”সিপিএমের কাছ থেকে দেশপ্রেম শিখব না। যারা ভারতীয় সেনাবাহিনীকে প্রফেশনাল আর্মি বলে অপমান করেন। ভারতবিরোধী কাজকে সমর্থন করে। সেনাবাহিনীর অপমানকে নিজেদের মতপ্রকাশের অধিকার বলেন, তাদের কাছ থেকে সেনাবাহিনীর কথা শুনব না।”