CPIM-Congress: রাহুলের ন্যায় যাত্রায় আমন্ত্রণ পায়নি সিপিএম? আরও বাড়ছে জোট জট?
CPIM-Congress: বুধবার বিকালে জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। তিনিও সাফ জানিয়ে দিয়েছেন ন্যায় যাত্রার কোনও আমন্ত্রণ তাঁরা পাননি। যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জলপাইগুড়ি: কয়েকদিনের মধ্যেই বাংলায় ঢুকতে চলেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ২৮ জানুয়ারি জলপাইগুড়িতে আসার কথা রয়েছে রাহুলের। সেখান থেকে শিলিগুড়ি যাওয়ার কথা। রাহুলকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কোচবিহার পৌঁছে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁরা ন্যায় যাত্রার কোনও আমন্ত্রন পাননি। একই সুর সিপিআইএমের গলাতেও। প্রসঙ্গত, বিরোধী জট ইন্ডিয়ায় একসঙ্গে হাঁটার কথা বললেও বাংলায় আবার এখন একা লড়ার কথা বলছেন তৃণমূল সুপ্রিমো। বিয়াল্লিশ আসনেই থাকবে তাঁদের প্রার্থী।
এদিকে তৃণমূল যদি জোটে না থাকে তাহলে কী আইএসএফ আসবে জোটে? ফের বাংলায় দেখা যাবে একুশের বিধানসভা ভোটের সংযুক্ত মোর্চার ছায়া? সরাসরি কিছু না বললেও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ইঙ্গিতে সেই জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও মুখে তিনি বলছেন, এই সিদ্ধান্ত আমরা এখনই নিতে পারব না। আমরা বিষয়টা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা করব। তারপর জানাতে পারব।
এদিকে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মন কষাকষি নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির পাড়া। দেশের রাজনৈতিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এর মধ্যে বুধবার বিকালে জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। তিনিও সাফ জানিয়ে দিয়েছেন ন্যায় যাত্রার কোনও আমন্ত্রণ তাঁরা পাননি। যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ১০০ দিনের টাকা প্রদান-সহ বিভিন্ন ইস্যু নিয়ে বুধবার খেতমজুরদের সভা ছিল জলপাইগুড়িতে। সেখানেই ছিলেন সূর্যকান্ত। জোট ইস্যুতে কড়া আক্রমণ করেন মমতাকেও। সাফ বলেন, মমতা কখন কার হাত ধরেন আর কখন কার হাত ছাড়েন তা নিজেও জানেন না।