Ration: চালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো-কালো পোকা, গ্রামবাসীর বিক্ষোভে বন্ধ হল দুয়ারে রেশন

Banarhat: ঘটনাটি ঘটেছে বানারহাটের তেলিপাড়া এলাকায়। অভিযোগ, রেশন ডিলার কৃষ্ণকুমার দাস দীর্ঘদিন ধরেই নিম্নমানের চাল বণ্টন করে আসছেন। সেই চালের মধ্যে রয়েছে অসংখ্য পোকা। শুধু তাই নয়, সেই চাল খাওয়ার অযোগ্য।

Ration: চালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কালো-কালো পোকা, গ্রামবাসীর বিক্ষোভে বন্ধ হল দুয়ারে রেশন
রেশনের চালের অবস্থাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 6:23 PM

বানারহাট: ‘দুয়ারে রেশন’ প্রকল্পে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ। গ্রামবাসীদের দাবি, নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে। চালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পোকা। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। শেষে গ্রামবাসীদের মুখে পড়ে বন্ধ করে দেওয়া হল খাদ্য সামগ্রী বণ্টন ব্যবস্থা।

ঘটনাটি ঘটেছে বানারহাটের তেলিপাড়া এলাকায়। অভিযোগ, রেশন ডিলার কৃষ্ণকুমার দাস দীর্ঘদিন ধরেই নিম্নমানের চাল বণ্টন করে আসছেন। সেই চালের মধ্যে রয়েছে অসংখ্য পোকা। শুধু তাই নয়, সেই চাল খাওয়ার অযোগ্য। চাল সেদ্ধ হতেও অনেক সময় লাগছে। এরপরই অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভের মুখ পড়ে রেশন সামগ্রী বণ্টন বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, এর আগেও এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। একাধিকবার বলার পরেও নিম্নমানের মাল বারংবার দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্য সাহিরুল ইসলাম। তিনি নিজেও স্বীকার করে নেন নিম্নমানের খাদ্য সামগ্রী বণ্টন করার কথা। তিনি গ্রামবাসীদের পাশে দাঁড়ান। এমনকী ডিলারের সঙ্গে কথা বলেন। ফুড ইন্সপেক্টরকে ফোন করেন এবং সমস্যার কথা জানান। বর্তমানে বন্ধ রয়েছে রেশন বণ্টন পরিষেবা।

যদিও এ বিষয়ে রেশন ডিলারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বানারহাট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রভা কুজুর ( লাকড়া) বলেন যে, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে ফুড ইন্সপেক্টরের সঙ্গে কথা বলবেন। খতিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দেন।