Elephant Attack: দাঁতালের দাপাদাপি, শর্মিকদের ঘর ভেঙে তছনছ দুই হাতির

Elephant Attack: কোনক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। শ্রমিক মহল্লার ওই দুটি বাড়িতে এর আগেও একাধিকবার হাতি হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

Elephant Attack: দাঁতালের দাপাদাপি, শর্মিকদের ঘর ভেঙে তছনছ দুই হাতির
হাতির হানা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 6:45 PM

ডুয়ার্স: ফের হাতির হানা। ডুয়ার্সে চা বাগানের শ্রমিক মহল্লায় হাতির দাপাদাপিতে ক্ষতিগ্রস্ত দুটি শ্রমিক আবাস। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের শ্রমিক মহল্লায়।

গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী মোরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি দাঁতাল বেরিয়ে আসে। এরপর সেই  হাতিটি খাবারের খোঁজে হানা দেয় চা বাগানের শ্রমিক মহল্লায়। শ্রমিক মহল্লায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় হাতিটি। রয়লা পাইক ও পেরতুষ মিঞ্জ নামের দুই শ্রমিকের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেয়। রান্নাঘর থেকে শুরু করে শোওয়ার ঘর সবটুকুই হামলা চালিয়ে নষ্ট করে দেয় দাঁতাল। রান্নাঘরের বাসনপত্র থেকে শুরু করে শোওয়ার ঘরের আলমারি এলইডি টিভি সবই ভেঙে দেয় হাতিটি।

কোনক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। শ্রমিক মহল্লার ওই দুটি বাড়িতে এর আগেও একাধিকবার হাতি হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতর। গ্রাম পঞ্চায়েতের দফতরের তরফ থেকে তাঁদেরকে ত্রিপল এবং কম্বল দেওয়া হয়েছে। যদিও শ্রমিক মহল্লার বাসিন্দাদের অভিযোগ বারবার হাতির হানার মত ঘটনা ঘটলেও সঠিকভাবে ক্ষতিপূরণ পাওয়া যায় না। হাতির হামলার জেরে এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি ওই দুই পরিবারের সদস্যরা।