Elephant Death: ছিন্নভিন্ন দেহ, অভিঘাতে পেট থেকে বেরিয়ে গিয়েছে গর্ভস্থ সন্তানও, ফের ট্রেনের ধাক্কায় লাইনে হাতির মৃত্যু

Elephant Death: ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছয় বনদফতর। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মা হাতি ও তার নবজাত শাবকের ময়না তদন্তের পর দাহ করা হবে। সকালে ঘটনাস্থলে যান বনদফতরের উচ্চপদস্থ আধিকারিক থেকে পশু চিকিৎসকরা।

Elephant Death: ছিন্নভিন্ন দেহ, অভিঘাতে পেট থেকে বেরিয়ে গিয়েছে গর্ভস্থ সন্তানও, ফের ট্রেনের ধাক্কায় লাইনে হাতির মৃত্যু
ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 3:02 PM

জলপাইগুড়ি: তার গর্ভে বেড়ে উঠছিল আরও একটি প্রাণ। কিছুদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখার কথা ছিল। গর্ভে সন্তান থাকায় দুলকি গতি আরও বেশি শ্লথ হয়েছিল। হয়তো দূর থেকে জোরাল হর্ন শুনতে পেয়েও পাশ কাটাতে পারেনি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি অন্তঃসত্ত্বা হাতির। মৃত্যু হয়েছে দুই হাতির। ডুয়ার্সের চাপরামারি জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া রেল লাইনে ট্রেনে ধাক্কা লাগে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাগরাকাটা থেকে চালসাগামী একটি লাইনে। একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই, গর্ভস্থ সন্তানও বেরিয়ে আসে পেট থেকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নাগরাকাটা থেকে চালসাগামী একটি লাইনে মালগাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা হাতির মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, রাত ২:৫০ নাগাদ চাপরামারি জঙ্গলের মাঝখানে ঘটে। মনে করা হচ্ছে জঙ্গলের মাঝখানে থাকা লাইন এপাশ থেকে ওপাশ পেরোতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছয় বনদফতর। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মা হাতি ও তার নবজাত শাবকের ময়না তদন্তের পর দাহ করা হবে। সকালে ঘটনাস্থলে যান বনদফতরের উচ্চপদস্থ আধিকারিক থেকে পশু চিকিৎসকরা।

কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই বনদফতর ও রেলের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে। বন আধিকারিকদের অভিযোগ, ট্রেনের গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। না হলে এইভাবে হাতির দেহ ছিন্নভিন্ন হয়ে যেতে পারে না।

যদিও রেল সেই অভিযোগ অস্বীকার করেছে। রেলের বক্তব্য, ট্রেনের গতিবেগ ৩০-৪০ কিলোমিটারের মধ্যে ছিল। ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। রেললাইনে হাতি মৃত্যু রুখতে থার্মাল ডিভাইস আইডিএস ব্যবহারের সিদ্ধান্ত নেয় রেল। তাতে রেল লাইনে হাতি উঠলেই অ্যালার্ম বাজার কথা। এত কিছু উদ্যোগ নেওয়ার পরও কীভাবে এই দুর্ঘটনা? পরিবেশপ্রেমী নফসার আলির বক্তব্য, “বলতেই হচ্ছে সিস্টেমটা ফেলিওর। কারণ রেল বনদফতর যা যা ব্যবস্থা নিয়েছে, তা তো কোনটাই কার্যকরী হচ্ছে না। তা না হলে এমন ঘটনা কীভাবে ঘটবে!” হাতির মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বনদফতর।