TMC inner clash: প্রকাশ্যে রাস্তার ওপর হাতাহাতি দুই গোষ্ঠী, তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামলাতে নামল র্যাফ
TMC inner clash: ধূপগুড়ির পুর প্রশাসক মণ্ডলির ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং-এর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ ওঠে।
ধূপগুড়ি: পঞ্চায়েত ভোটের অশান্তি থামতে না থামতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল উত্তপ্ত ধূপগুড়ি। দলেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছয় যে, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কার্যত হয়রান হতে হয়। গণ্ডগোলের জেরে বৃহস্পতিবার রাতে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। এক নেতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে দলেকই এক গোষ্ঠীর বিরুদ্ধে। জাতীয় সড়কের ওপর একেবারে প্রকাশ্যে চলে সংঘর্ষ। র্যাফ মোতায়েন করতে হয় এলাকায়। জানা গিয়েছে, এদিন বিধানসভার উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে একটি বৈঠক ছিল। সেখান থেকেই এই উত্তেজনার সূত্রপাত।
তৃণমূল সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ের জন্য বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি লজে আইপ্যাকের কর্মীদের উপস্থিতিতে বৈঠক চলছিল। সেখানে তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর বিবাদ শুরু হয়। ধূপগুড়ি বাজারে জাতীয় সড়কের ওপরে দু পক্ষের হাতাহাতি চলতে থাকে। ঘটনার জেরে রাতে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তার ওপর। ধূপগুড়ির পুর প্রশাসক মণ্ডলির ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং-এর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ ওঠে।
রাজেশ কুমার সিং-এর ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। জানা গিয়েছে, রাজেশ কুমার সিং ও পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে-র মধ্যেই সমস্যা। যদিও তৃণমূল নেতারা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিকে আমল দিচ্ছে না। তাঁদের দাবি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল।