North Bengal Alert: তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল, উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি হড়পা বানের সতর্কতা
সিকিম এবং ভুটানে একটানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীতে। সরকারি বিধিনিষেধ অমান্য করে নদীতে নেমেছিল ট্রাক্টর। চেল নদীর জলের স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছে ট্রাক্টরটিকে।
জলপাইগুড়ি: সিকিম ও ভুটানের পার্বত্য এলাকায় লাগাতার বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি হল তিস্তা নদীতে। এই বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকার মতো একাধিক নদীতে বেড়েছে জলস্তর। এর মধ্যেই রবিবার দুপুরে তিস্তা ব্যারেজ থেকে ৩৫০৬ কিউমেক জলছাড়া হয়েছে। সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ২. ৩০ মিনিটে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ভুটানে লাগাতার বৃষ্টির জেরে জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার- এই ৫ জেলায় হড়পা বানের সতর্কতা জারি হয়েছে।
সিকিম এবং ভুটানে একটানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীতে। সরকারি বিধিনিষেধ অমান্য করে নদীতে নেমেছিল ট্রাক্টর। চেল নদীর জলের স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছে ট্রাক্টরটিকে। নদীতেই ডুবে যায় সেটি। মাল ব্লকের ওদলাবাড়ি চেল নদীতে ঘটেছে এই ঘটনা। প্রায় ১ ঘন্টা জলের মধ্যেই ডুবে থাকার পর ক্রেনের সাহায্যে ট্রাক্টরটিকে তোলা হয়েছে। তবে ট্রাক্টরের চালকের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মালবাজার মহকুমার বিভিন্ন এলাকা। প্রায় ১০০টি বাড়ি জলবন্দি হয়ে পড়েছে। এ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিন ওদলাবাড়ির চাকা মিস্ত্রি পাড়াসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেই এই সব এলাকা জলমগ্ন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের দাবি, তাঁদের কারও বাড়ির সামনে এক হাঁটু জল তো কারও বাড়ির সামনে এক কোমর জল। গত পাঁচ বছরে গ্রাম পঞ্চায়েত থেকে এলাকায় কোনও কাজই হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।