Elephant Death: পেট থেকে বেরিয়ে গিয়েছিল গর্ভস্থ শাবক, হাতি মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন বন দপ্তরের?
Elephant Death: বৃহস্পতিবার ভোররাতে নাগরাকাটা থেকে শিলিগুড়ির দিকে একটি মালগাড়ি। ওই গাড়িটির ধাক্কাতেই প্রাণ যায় হাতিটির। সকালে রেল লাইনে হাতিটির ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা: নিছক দুর্ঘটনা নয়। বন দফতরের তদন্ত রিপোর্ট বলছে গতির বলি হয়েছে গর্ভবতী হস্তিনী। প্রয়োজনে রেলের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু করবে বন দপ্তর। প্রসঙ্গত, গত ১০ আগস্ট চাপরামারির জঙ্গল সংলগ্ন রেলপথে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় গর্ভবতী এক হস্তিনীর। ইতিমধ্যেই জিআরপি (GRP) থানায় দায়ের হয়েছে এফআইআর।
এ ঘটনায় জোরকদমে তদন্ত করতে চাইছে বন দফতর (Forest Department)। স্পষ্ট হয়ে গেল বনাধিকারিক দ্বিজপ্রতীম সেনের কথায়। বনাধিকারিক জানাচ্ছেন, “এটি সাধারন কোনও দুর্ঘটনা নয়। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও রাতের দিকে জঙ্গলের রাস্তায় মালগাড়ি চালিয়েছে রেল। ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলেই ধাক্কায় পেটের সন্তান বেরিয়ে আসে হস্তিনীর। গতি কত ছিল জানতে রেলের কাছ থেকে ব্ল্যাক বক্স এবং লগবুক ডেটা চাওয়া হবে। প্রয়োজনে ক্রিমিনাল ইনভেস্টিকেশন শুরু করা হবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে নাগরাকাটা থেকে শিলিগুড়ির দিকে একটি মালগাড়ি। ওই গাড়িটির ধাক্কাতেই প্রাণ যায় হাতিটির। সকালে রেল লাইনে হাতিটির ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পেট থেকে বেরিয়ে আসে গর্ভস্থ শাবক। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। অতীতেও এই লাইনে একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে।