Jalpaiguri: দীপাবলির আগেই লক্ষ টাকার চুরি, সব খুইয়ে মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীর
Jalpaiguri: ওই ব্যবসায়ীর ভাই গৌড় মল্লিকের বাড়িতে ঢোকে চোরের দল।
জলপাইগুড়ি: সামনেই কালীপুজো। আর তারপর দীপাবলি। মনে করা হয় এই দিনে বাড়িতে নতুন সোনা এলে তা অত্যন্ত শুভ। কিন্তু দীপাবলির আগেই চুরি স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে। প্রায় ৫ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দিল ওই চোরের দল। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে (Maynaguri)।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ি দেবীনগরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী প্রণয় মল্লিকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
পরিবার সুত্রে জানা গিয়েছে, এদিন প্রণয় মল্লিক তাঁর শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। এরপর পিছনে গ্রিলের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোরের দল। আলমারি ভাঙে এবং ঘরে থাকা নগদ প্রায় ৬৫ গ্রাম সোনা ও নগদ কুড়ি হাজার টাকা হাতিয়ে নেয়।
এখানেই শেষ নয়। এরপর ওই ব্যবসায়ীর ভাই গৌড় মল্লিকের বাড়িতে ঢোকে চোরের দল। তিনিও বাড়ি ছিলেন না। তাঁর বাড়িতেও আলমারি ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরের দল। পরে দুই ভাই সন্ধে নাগাদ বাড়ি ফিরলে দেখতে পায় ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারি ভাঙা রয়েছে। সব চুরি হয়ে গিয়েছে। এরপর তাঁরা খবর দেয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থানে আসে পুলিশ।
এই ঘটনায় প্রণয় মল্লিক বলেন, “আমার ময়নাগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় দোকান রয়েছে। দোকান থাকার কারণে বাড়িতে সোনা রাখা হয়েছিল। চোর ঢুকে আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার মতো জিনিস চুরি করে নিয়ে গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত ,এদিকে গতকাল আরও একটি ঘটনা নজর কেড়েছে। এক ধনী ব্যবসায়ীর স্ত্রী তাঁর থেকে বয়সে ১৩ বছরের ছোট এক অটো ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়েছেন। অভিযোগ, পালানোর সময় ওই মহিলা তাঁর স্বামীর বাড়ি থেকে ৪৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন।
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্দোরের খাজরানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিলার স্বামী থানাতে নিরুদ্দেশ হওয়া ও ৪৭ লক্ষ টাকা চুরির অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধনী ব্যবসায়ীর স্ত্রী ও অটোচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রতিনিয়তই ওই অটো চালক মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে যেতেন। অক্টোবর মাসের ১৩ তারিখ থেকেই অভিযুক্ত মহিলা নিখোঁজ। মাঝরাত অবধি স্ত্রী বাড়িতে না ফেরায় থানায় নিখোঁজ ডাইরি করেন স্বামী। জানা গিয়েছে মহিলার স্বামীর কোটি কোটি টাকার জায়গা জমি রয়েছে। নিজের বাড়ির আলমারিতেই ৪৭ লক্ষ টাকা রেখেছিলেন তিনি, টাকার সঙ্গে সঙ্গে স্ত্রীও নিখোঁজ হওয়ায় বিস্তর দুশ্চিন্তায় পড়েছিলেন স্বামী।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অটো চালকের নাম ইমরান। তাঁর বয়স ৩২। ইমরানের বন্ধুর বাড়ি থেকে নগদ ৩৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্ত মহিলা ও অটো চালক এখনও পলাতক।
আরও পড়ুন: Rahul Gandhi: ‘কারা মদ্যপান করেন?’, রাহুলের প্রশ্নে অস্বস্তিতে কর্মীরা, বুক চিতিয়ে সিধু বললেন…