TMC: তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে চলছিল আমরণ অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে পঞ্চায়েত সমিতির সভাপতি
TMC: প্রসঙ্গত, মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম তৃণমূলের মাল ব্লক সভাপতির লড়াই চলছিলই। এবার তা চরমে ওঠে বলে জানা যায়। অভিযোগ, কয়েকদিন আগে মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বরার সঙ্গে মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ ওরফে বাবুয়া দুর্ব্যবহার করেছেন।
মালবাজার: অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মাল পঞ্চায়েত (Panchayat) সমিতির সভাপতি রিনা বরা। গত শুক্রবার থেকে মালবাজার (Malbazar) থানার সামনে আমরণ অনশনে (Hunger Strike) বসেছিলেন তিনি। গ্রেফতার করতে হবে তৃণমূলের মালবাজার গ্রামীণ ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদকে, পাশাপাশি সমস্ত রাজনৈতিক পদ থেকে তাঁকে অপসারণও করতে হবে। এই দুই দাবিতেই অনশনে বসেছিলেন রিনা দেবী। দুদিন কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। তবে অসুস্থ হওয়ার পরেও অনশন মঞ্চ ছাড়তে চাননি তিনি। বেশ কিছু শর্তে অবশেষে অনশন মঞ্চ থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে।
শনিবার রাত আটটা নাগাদ অনশন স্থল ছেড়ে অ্যাম্বুলেন্সে করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি যাওয়া হয় তাঁকে। সন্ধ্যা থেকে এদিন মালবাজার থানার আইসির ঘরে দীর্ঘ বৈঠকে বসেন একাধিক নেতৃত্ব। এর মধ্যে আদিবাসী বিকাশ পরিষদের কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো , তৃণমূলের চা শ্রমিক স্ংগঠনের নেতা পুলিন গোলদারও মতো নেতারাও ছিলেন। পরবর্তীতে তারা জানান আদিবাসী অধিকার রক্ষা ধারাতে সুশীল কুমার প্রসাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। মঙ্গলবারের মধ্যে তা না হলে প্রয়োজনে বনধ ধর্মঘটের হুমকিও তারা দিয়ে রেখেছেন। সেই সঙ্গে রিনা বরার পূর্ণাঙ্গ নিরাপত্তারও দাবি করেছেন তাঁরা।
প্রসঙ্গত, মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম তৃণমূলের মাল ব্লক সভাপতির লড়াই চলছিলই। এবার তা চরমে ওঠে বলে জানা যায়। অভিযোগ, কয়েকদিন আগে মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বরার সঙ্গে মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ ওরফে বাবুয়া দুর্ব্যবহার করেছেন। সেই ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে মালবাজারের ডামডিম বাগানে। রিনা বরার সমর্থনে বাঁশের লাঠি হাতে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সমর্থকেরা অভিযুক্ত সুশীল প্রসাদের নামে মুর্দাবাদ স্লোগান ও গ্রেফতারির দাবিতে বিক্ষোভও শুরু করেছিল। এরইমধ্যে এবার অনশন মঞ্চে রিনা দেবী অসুস্থ হয়ে পড়ায় তা নিয়ে নতুন করে চাপানউতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।