Dengue: ফের ডেঙ্গির কামড় উত্তরবঙ্গে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ২

Dhupguri: হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির নাম প্রীতম সরকার। কর্মসূত্রে তিনি নাগরাকাটা ব্লকের লুকসানে ছিলেন। সেখানে থাকাকালীনই তাঁর জ্বর আসে।

Dengue: ফের ডেঙ্গির কামড় উত্তরবঙ্গে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ২
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 10:16 AM

ধূপগুড়ি: বর্ষা বাড়তেই উত্তরবঙ্গে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ধূপগুড়িতে নতুন করে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দু’জন। এবার জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি গ্রামে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক যুবক।

হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির নাম প্রীতম সরকার। কর্মসূত্রে তিনি নাগরাকাটা ব্লকের লুকসানে ছিলেন। সেখানে থাকাকালীনই তাঁর জ্বর আসে। এরপর বাড়ি ফিরে আসেন তিনি। পরে ধূপগুড়ি হাসপাতালে রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি পজ়েটিভ আসে। ইতিমধ্যে ওই যুবককে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ওই যুবক বলেন, ‘শুক্রবার থেকে জ্বর আসে। এরপর ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করতে বলেন। তারপর রবিবার ডেঙ্গি ধরা পড়ে।’

এখানেই শেষ নয়, খবর পাওয়া যাচ্ছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন আরও একজন মহিলাও। তিনি ধূপগুড়ি ব্লক লাগোয়া খগেনগাট গ্রামের বাসিন্দা। অসুস্থ মহিলার নাম ফুলমতি রায়। তিনিও বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বিভিন্ন ওষুধ খেলেও জ্বর কমেনি। এরপর ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

সেখানে থাকা চিকিৎসকরা তাঁকে রক্ত পরীক্ষার পরামর্শ দেন। তারপরই তাঁর রিপোর্ট পজ়েটিভ আসে। এরপরই তাঁকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা জানান তিনিও বর্তমানে সুস্থ রয়েছেন। এ দিকে, ধূপগুড়ি ও তার পাশ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গু আক্রান্তের খবর মিলছে। যার ফলে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের।

স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের বক্তব্য, এই দু’জন রোগীর কেস ইতিহাস আগে রয়েছে। এরা সকলেই বাইরে থেকে মশার কামড়ে আক্রান্ত হয়ে এসেছেন এখানে। তবে মোট কতজন আক্রান্ত তা তাঁরা বলতে পারেননি।