Road Accident: দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির সজোরে ধাক্কা, থেঁতলে গেল মাথা! ঘটনাস্থলেই মৃত্যু পুলিশ কর্মীর

Road Accident: বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ময়নাগুড়ি রোডে ডিউটিতে ছিলেন ওই দুলাল রায়। সেই সময়ই দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে।

Road Accident: দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির সজোরে ধাক্কা, থেঁতলে গেল মাথা! ঘটনাস্থলেই মৃত্যু পুলিশ কর্মীর
ছবি - জলপাইগুড়িতে সড়ক দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 12:07 AM

জলপাইগুড়ি:  টিভির পর্দা হোক বা সংবাদপত্র, দুর্ঘটনার (Road Accident) খবরের ঘনঘটা ক্রমেই যেন বেড়ে চলেছে রাজ্যজুড়ে। লাগাতার সচেতনতামূলক প্রচারাভিযানের পরেও কমছে না দুর্ঘটনা। এরমধ্যে এবার দ্রুত গতিতে আসা গাড়ি পিষে দিল পুলিশ কর্মীকে। এ ঘটনায় তুমুল উত্তেজনা ময়নাগুড়িতে। কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হল ওই পুলিশকর্মীর। সূত্রের খবর, মৃত পুলিশ কর্মীর নাম দুলাল রায়। তিনি ময়নাগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ময়নাগুড়ি থানার অধীনে কন্সটবল পদে কর্মরত ছিলেন বলে খবর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। 

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ময়নাগুড়ি রোডে ডিউটিতে ছিলেন ওই পুলিশ কর্মী। সেই সময়ই দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। তাঁর মাথা পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কর্মীর। এদিকে এই খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ছুটে আসেন অন্যান্য ডিউটিতে পুলিশ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলের কর্মীরাও। ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনীও। তবে শুরুতে ঘাতক গাড়িটির খোঁজ পায়নি পুলিশ। খোঁজ চলছিল জোরকদমে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে ড্রাইভারকে। 

এদিকে কয়েক মাস আগেই নদিয়া জেলার একটি বাউল দল দুর্ঘটনার কবলে পড়ে উত্তরবঙ্গে। সূত্রের খবর, কোচবিহার জেলার তুফানগঞ্জে তাঁরা একটি কীর্তনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথেই রাজগঞ্জের জটিয়াকালি এলাকায় এসে তাঁদের গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে। দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হন ৬ জন।