English Medium School: সরকারি ইংরাজি মাধ্যম স্কুলে বাড়ুক আগ্রহ, অভিনব পথ নিলেন শিক্ষক শিক্ষিকারা

Jalpaiguri: সরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তির আবেদন জানিয়ে রাস্তায় নেমে মাইকিং করলেন জলপাইগুড়ি নেহেরুন্নেসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

English Medium School: সরকারি ইংরাজি মাধ্যম স্কুলে বাড়ুক আগ্রহ, অভিনব পথ নিলেন শিক্ষক শিক্ষিকারা
এভাবেই রাস্তায় প্রচার করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 7:56 AM

জলপাইগুড়ি: শিক্ষা দফতর চাইছে সরকার পোষিত ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি হোক পড়ুয়ারা। যাতে তারা ছোট থেকেই ইংরাজি ভাষা রপ্ত করতে পারে। সেই উদ্দেশ্যকে সফল করতে সরকার পোষিত ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি করানোর জন্য নজিরবিহীন উদ্যোগ জলপাইগুড়িতে।

সরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তির আবেদন জানিয়ে রাস্তায় নেমে মাইকিং করলেন জলপাইগুড়ি নেহেরুন্নেসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সঙ্গে ছিলেন স্বয়ং প্রধান শিক্ষকও। শুধু হাটেবাজারে গিয়ে দায়সারা মাইকিংই নয়, বস্তি এলাকার ছোট বাচ্চাদের সরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি করানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে আবেদনও করেন শিক্ষক ও শিক্ষা দফতরের কর্মীরা। শিক্ষক শিক্ষিকাদের এ হেন উদ্যোগে অভিভূত অভিভাবকরা।

গত এক দশকের বেশি সময় ধরে সরকারি বিদ্যালয়গুলির প্রতি ধীরে ধীরে মানুষের আস্থা হারিয়ে যেতে বসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই অভিভাবকরা তাদের সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছিলেন। কেন না সেই সব স্কুলে মাতৃভাষার পাশাপাশি ইংরাজি ভাষা সম্পর্কেও একটা ভিত তৈরি হয়। একেবারে ছোট ক্লাস থেকেই ইংরাজি ভাষার সঙ্গে পরিচিতি ঘটে পড়ুয়াদের। যা পরবর্তীকালে অনেকটাই সাহায্য করে।

২০১৯ সালে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয় ইংরাজি মাধ্যম স্কুল। কলকাতায় বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে রাজ্যের প্রথম সরকারি ইংরাজি মাধ্যম স্কুলের পথচলা শুরু হয় সে সময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে। ১৬০ জন পড়ুয়া নিয়ে প্রাথমিকভাবে সেই স্কুল শুরু হয়। সেই সময়ই শিক্ষা দফতর জানিয়েছিল, ১০০ টি এরকম স্কুল তৈরির প্রাথমিক পরিকল্পনা রয়েছে তাদের।

এরপরই চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি জেলার প্রত্যেক ব্লকে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, এই স্কুলের মাধ্যমেই শিক্ষার আলো পৌঁছে যাবে প্রতিটি ঘরে। যদিও করোনা আবহে গোটা শিক্ষা ব্যবস্থাটাই একটা বড় ধাক্কা খেয়েছে গত দেড়-দু’বছরে। এতদিন স্কুল বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা স্কুলে যাচ্ছে। তাও আবার কোথাও কোথাও পড়ুয়া কিংবা শিক্ষক-শিক্ষিকার করোনা ধরা পড়লে বন্ধ রাখতে হচ্ছে পঠনপাঠন।

তবু সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলেই জলপাইগুড়ি নেহেরুন্নেসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেছেন। তাঁরা চান, সরকার পোষিত ইংরাজি মাধ্যম স্কুলগুলিতে বাড়ুক ছাত্র সংখ্যা। স্কুলেরই শিক্ষক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, “করোনার কারণে আর্থিক অসহায়তা তৈরি হয়েছে প্রতিটা মানুষের মধ্যে। এর মধ্যে আমরা একটা পজিটিভ দিক তুলে ধরতে চাইছি। আমাদের স্কুলে সরকারি ইংরাজি মাধ্যমে পড়াশোনা। ফলে আলাদা করে টাকা দিতে হবে সে ব্যাপার নেই। এখানে যে বাচ্চারা পড়বে, তারা একেবারে নিখরচায় পড়বে। একটি বেসরকারি স্কুলে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, স্মার্ট ক্লাস থেকে শুরু করে বিভিন্ন যোগা, অ্যাকটিভিটি বেস লার্নিং, বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি সেগুলো সবটাই আমাদের স্কুলে দেওয়া হয়।”

আরও পড়ুন: পুরভোট প্রস্তুতি নিয়ে রাতেই ডিসি অফিসগুলিতে কলকাতার নগরপাল