Mobbed: ভোরবেলা মহিলার পিছু নিয়ে ঘরে ঢুকল যুবক, দোর আটকে সে এক কীর্তি! পড়শিরা আসতেই…
Dhupguri: ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মহাকাল পাড়ায় এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।
ধূপগুড়ি: ভোরবেলা বাড়ির বাইরে বেরিয়েছিলেন মহিলা। হঠাৎই মনে হচ্ছিল কেউ একজন আড়াল থেকে দেখছে। এরপরই এক যুবককে পিছু নিতে দেখেন। মহিলাও যত বাড়ির দিকে এগোন, ওই যুবকও এগোতে থাকেন। এরপরই সোজা মহিলার ঘরে ঢুকে পড়েন। চেপে ধরেন গলা। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে ওই যুবককে গণধোলাই দেন বলেও অভিযোগ। ধূপগুড়ির এই ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শীতের ভোর কুয়াশা ঢাকা এলাকা। অভিযোগ, সেই সুযোগেই জনশূন্য এলাকা দেখে এক মহিলার ঘরের ভিতর ঢুকে পড়েন অজ্ঞাত পরিচয় ওই যুবক। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর তাঁকে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মহাকাল পাড়ায় এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। এই ওয়ার্ড পুরসভার ভাইয়-চেয়ারম্যানের। সেখানে এমন ঘটনা। একদিকে নিরাপত্তার বিষয়টি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। তেমনই প্রশ্ন উঠেছে কীভাবে এলাকার লোকজন নিজেদের হাতে আইন তুলে নিলেন। এরপরই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।
অভিযোগকারী মহিলা জানান, শনিবার ভোরে তিনি বাইরে বেরিয়ে ছিলেন। সেই সুযোগে তাঁর পিছনে পিছনে ওই যুবক আসেন। তিনি ঘরে ঢুকলে ওই যুবকও আচমকা সেখানে ঢুকে পড়েন বলে অভিযোগ। ঘরে ঢুকেই কোনও কথা না বলে আগেই দরজাটা বন্ধ করে দেন। ওই মহিলা জানান, এরপর তাঁর গলা টিপে ধরেন অভিযুক্ত। দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই ওই মহিলা কোনওভাবে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন। চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার লোকজন। ওই যুবককে ধরে ফেলেন।
আটকে চলে বেধড়ক মারধর। দুই হাত বেঁধে ওই যুবককে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে। কেন তিনি এই ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশ। ওই যুবক কোনও বদ মতলব নিয়ে এসেছিলেন, নাকি ওই মহিলার প্রতি তাঁর পুরনো কোনও রাগ ছিল সবদিক খোলা রেখেই তদন্ত চলছে।
আরও পড়ুন: English Medium School: সরকারি ইংরাজি মাধ্যম স্কুলে বাড়ুক আগ্রহ, অভিনব পথ নিলেন শিক্ষক শিক্ষিকারা