Jalpaiguri Attempt to Suicide: প্ল্যাটফর্মের কোণায় বসে গলায় ব্লেড চালাল যুবক, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল, ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে নিজের গলায় ধারাল অস্ত্র চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি।

Jalpaiguri Attempt to Suicide: প্ল্যাটফর্মের কোণায় বসে গলায় ব্লেড চালাল যুবক, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল, ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়
জলপাইগুড়িতে এক যুবকের আত্মহত্যার চেষ্টা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 11:40 AM

জলপাইগুড়ি: ভরা স্টেশন। প্ল্যাটফর্মের এক প্রান্তে কোণায় বসেছিলেন এক যুবক। তাঁর দিকে হঠাৎ করেই এক জনের নজর পড়ে। দেখেই চমকে ওঠেন তিনি। চিৎকার করে ডাকতে থাকেন বাকিদের। ততক্ষণে হাজির হয়েছেন প্ল্যাটফর্মে থাকা আরও বেশ কয়েকজন, স্টলের দোকানিরা। ওই যুবকের হাতে ধারাল অস্ত্র। তিনি ততক্ষণে নিজের গলার নলি কেটে ফেলেছেন। শিউরে ওঠার মতো ঘটনা জলপাইগুড়িতে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে নিজের গলায় ধারাল অস্ত্র চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি এখনও কথা বলতে পারছেন না। তাঁর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে ওই যুবক এক জায়গায় বসে ব্লেড জাতীয় কিছু একটা দিয়ে নিজের গলার নলি কাটার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গলার নলি অনেকটাই কেটে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিন্তু একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ওই যুবক গলা কাটছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বিরক্ত প্রকাশ করেছেন। কেন ওই যুবককে বাঁচানোর আগে ওই ভয়ঙ্করতম মুহূর্তের ভিডিয়ো করতে পারেন কেউ।

পরে অবশ্য প্রত্যক্ষদর্শীরাই গিয়ে তাঁকে বিরত করেন। এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন রয়েছে।

এনজিপি থানা সূত্রে জানা গিয়েছে, যুবক এখন অনেকটা ভাল রয়েছে। তবে সে এখনও কথা বলতে না পারায় তার নাম পরিচয় এখনও জানা যায়নি। কেন ওই যুবক এই ধরনের কাজ করল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।