Dhupguri Accident: চেম্বার থেকে বাড়ি ফেরার পথে গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে, চোখের পলকেই মৃত্যু চিকিৎসকের
Road Accident: বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির কান্তি এলাকা থেকে চেম্বার করে ধূপগুড়ি হয়ে আলিপুরদুয়ার ফিরছিলেন শুভ্রনীল।
ধূপগুড়ি: চেম্বার শেষ করে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মর্মান্তিক ঘটনা। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চিকিৎসকের। আহত দুই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই চিকিৎসকের নাম শুভ্রনীল গুহ (৫৫)। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক ও তাঁর সঙ্গে থাকা এক কর্মী ও আরও এক।
বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির কান্তি এলাকা থেকে চেম্বার করে ধূপগুড়ি হয়ে আলিপুরদুয়ার ফিরছিলেন শুভ্রনীল। সেই সময় ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের শালবাড়ি ওভার ব্রিজের কাছে চিকিৎসকের ছোট গাড়ির সঙ্গে সবজি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিকট শব্দে কঁপে ওঠে এলাকা। ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই চিকিৎসকরা শুভ্রনীলকে মৃত বলেন ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত বাকি দু’জন ব্যক্তি হলেন রানা আচারিয়া (৩০) জলপাইগুড়ির বাসিন্দা দীপঙ্কর নন্দী (২১)। তাঁর বাড়ি ফালাকাটা ও শিশু বাড়ি। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। এ দিকে, দুর্ঘটনার কারণে রাস্তায় দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। চিকিৎসকের এক সহকর্মী বলেন, “দার্জিলিং থেকে উনি ফালাকাটা ফিরছিলেন। আলিপুরদুয়ারে মারা যান। আমাদের একজন স্টাফ ফোন করে খবর দেন।”