Jalpaiguri Deadbody: বাবার পর এবার মা! মৃতদেহ আগলে ঠায় বসে রইল মেয়ে

Jalpaiguri Deadbody: স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম অঞ্জলি কর্মকার। তাঁর মেয়ে অনিন্দিতা কর্মকার মায়ের মৃতদেহ কয়েকদিন ধরেই ঘরের মধ্যে ফেলে রেখেছিল বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Jalpaiguri Deadbody: বাবার পর এবার মা! মৃতদেহ আগলে ঠায় বসে রইল মেয়ে
অনিন্দিতা কর্মকার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 5:30 PM

জলপাইগুড়ি: পচা দুর্গন্ধ আসছিল। সেই গন্ধ নাকে আসতেই সন্দেহ ঠেকেছিল এলাকাবাসীর। পরে পুলিশ ডাকতেই খোলসা হল সব রহস্যের। মায়ের মৃতদেহ আগলে রেখেছিল মেয়ে। আর মেয়ের এ হেন কাণ্ডে শিউরে উঠেছে এলাকাবাসী। রবিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম অঞ্জলি কর্মকার। তাঁর মেয়ে অনিন্দিতা কর্মকার মায়ের মৃতদেহ কয়েকদিন ধরেই ঘরের মধ্যে ফেলে রেখেছিল বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় একবছর আগে অনিন্দিতার বাবা অজিত কর্মকারের মৃত্যু হয়েছে। সেইসময় মৃতদেহ তিন-চার দিন ধরে ঘরে মধ্যেই ফেলে রাখার অভিযোগ উঠেছিল এই মহিলার বিরুদ্ধে। তখন তাঁর মা অঞ্জলি কর্মকার বেঁচেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে একই পরিণতি মায়ের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজিত কর্মকার সরকারি একটি দফতরের গাড়ি চালক ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন রোগের চিকিৎসা চলছিল তাঁর। পরে মৃত্যু হয়। তখনই মৃতদেহ তিনদিন ধরে ঘরে মধ্যে ফেলে রাখায় স্ত্রী ও কন‍্যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। এবার মায়ের মৃতদেহ এক‌ইভাবে উদ্ধার হ‌ওয়ার ঘটনায় গোটা শহর জুড়ে হ‌ইচ‌ই পড়ে গেছে।

এ দিন দুপুরে অঞ্জলি কর্মকারের পচাগলা মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষ।

জানা গেছে মৃতার কন্যা অনিন্দিতা দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ রয়েছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।