Jalpaiguri Durga Pujo 2023: বলে বলে বড় পুজোকে গোল দেবে ধূপগুড়ির ডিজনি ল্যান্ড
Jalpaiguri Durga Pujo 2023: অন্যদিকে ধূপগুড়ি উত্তরায়ণ কালচার ক্লাবের দুর্গা পুজো ৫১ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছরের তাদের পূজোর থিম গুজরাটের নীলকণ্ঠ মন্দির। পূজা প্যান্ডেল তৈরি করেছেন নবদ্বীপের শিল্পীরা
জলপাইগুড়ি: ধূপগুড়ি মিলন সঙ্ঘের পুজো এবছর ৬৪ বছরে পদার্পণ করেছে। এবারের থিম বৃন্দাবনের ব্রজবাসী দেখবে এবার নগরবাসী। বৃন্দাবনে শ্রী কৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে থিমের মধ্যে। প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষত্ব । মা দুর্গার প্রতিমা অর্ধকৃষ্ণ দুর্গা। দুর্গার হাতে ত্রিশুলের পরিবর্তে রয়েছেবাসী। যা শান্তির বার্তা দিচ্ছে।
ধূপগুড়ির বটতলি ভক্ত সঙ্ঘের পুজো এবার ৬৯ বছরে পদার্পণ করেছে। এবারে পুজোর থিম কাল্পনিক মন্দির দুর্গা প্রতিমাতে সাবেকিয়ানার ছাপ রয়েছে। পঞ্চমীর রাত থেকেই উপচে পড়া ভিড় মণ্ডপে।
অন্যদিকে ধূপগুড়ি উত্তরায়ণ কালচার ক্লাবের দুর্গা পুজো ৫১ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছরের তাদের পূজোর থিম গুজরাটের নীলকণ্ঠ মন্দির। পূজা প্যান্ডেল তৈরি করেছেন নবদ্বীপের শিল্পীরা। আলোকসজ্জা চন্দননগরের। এখানেও প্রতিমাতে সাবেকিয়ানা ছাপ রয়েছে।
দক্ষিণনায়ন কালচারাল ক্লাবের পুজো এবছর ৫৩ বছরে পদার্পণ করেছে। এবারের থিম-ডিজনি ল্যান্ড। ডিজনি ল্যান্ডের আদলে গড়ে তোলা হয়েছে পূজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে বিভিন্ন কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যা রীতিমতো আকৃষ্ট করেছে বয়স্ক থেকে খুদে দর্শনার্থীদের।