Jalpaiguri: ওভারলোডিংয়ের বিরুদ্ধে আন্দোলনে সামিল লরিচালকরা, ধূপগুড়িতে চাঞ্চল্য
Jalpaiguri: সেটাও আবার পুলিশ প্রশাসন এবং এমভিআইয়ের চোখের সামনে। বারবার পুলিশ প্রশাসন এবং এমভিআইকে জানিয়েও কোনও লাভ হয়নি।
জলপাইগুড়ি: ফের ধূপগুড়িতে ওভারলোডিংয়ের বিরুদ্ধে আন্দোলনে নামলেন ধূপগুড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার ধূপগুড়ি দু’নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত এক সিমেন্ট গোডাউনের সামনে মাত্রারিক্ত মাল বহনকারি ট্রাক আটকে রীতিমত গোডাউনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, এই সিমেন্ট গোডাউন থেকে এবং ধূপগুড়ি স্টেশন থেকে ভুটান নম্বরের ট্রাক এবং অল ইন্ডিয়া পারমিট থাকা ট্রাকগুলি লোকাল ভাড়া করছে। আর সেই কারণে স্থানীয় ট্রাক মালিকরা ভাড়া পাচ্ছেন না।
শুধু তাই নয়, ভুটানের গাড়ি এবং ন্যাশনাল পারমিট থাকা লরিগুলি ওভারলোডিং করে মালবহন করছে বলে অভিযোগ তোলেন স্থানীয় ট্রাক মালিকরা। ধূপগুড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ পঙ্কজ নাগ নামে এক ব্যবসায়ীর ধূপগুড়ির গোডাউন থেকে সিমেন্ট ওভারলোডিং করে বহন করা হয় পার্শ্ববর্তী দেশ ভুটান-সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায়।
সেটাও আবার পুলিশ প্রশাসন এবং এমভিআইয়ের চোখের সামনে। বারবার পুলিশ প্রশাসন এবং এমভিআইকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ও বেঙ্গল ট্রাক মালিকরা নিজেরাই মাত্রারিক্ত মাল গাড়িগুলিকে আটকে রীতিমতো অবস্থান-বিক্ষোভ দেখান। প্রায় চার ঘণ্টা ধরে তাঁরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ধূপগুড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য চন্দন সাহা বলেন, “ধূপগুড়িতে পুনরায় মাত্রা অতিরিক্ত মাল বহন করে রাস্তায় ছুটছে ট্রাক,ডাম্পার । তাও পুলিশ প্রশাসনের চোখের সামনে। ধূপগুড়ি ২ নং ব্রীজ সংলগ্ন এলাকায় থাকা পঙ্কজ নাগ নামে এক ব্যবসায়ীর সিমেন্ট গোডাউন থেকে সিমেন্ট ওভারলোডিং করে ট্রাক বিভিন্ন জায়গায় বহন করছে।” তিনি আরও বলেন, ” ভুটান নম্বরের গাড়ি, কোনটা আবার ন্যাশনাল পারমিট থাকা গাড়ি। সরকারি নিয়ম অনুযায়ী এই গাড়িগুলি স্থানীয় ভাড়া মারতে পারে না। তাঁরা ভাড়া করছেন। সেই কারণে আমরা আন্দোলনে সামিল হয়েছি। গোডাউনের থেকে ওভারলোডিং ট্রাকের বিরুদ্ধে তাই আমরা আন্দোলনে নেমেছি।”