Jalpaiguri Medical College Hospital: মেডিক্যাল কলেজে এক্স রে মেশিন খারাপ, ৮ দিন ধরে পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা
Jalpaiguri Medical College Hospital: বুধবারই হাসপাতালে গিয়ে দেখা গেল গৌরী রায় নামে এক রোগী এসেছিলেন এক্স রে ইউনিটে। কাজ না হওয়ায় হাসপাতাল চত্বরেই বসে রয়েছেন তিনি।
জলপাইগুড়ি: বিকল মেশিন। সমস্যায় রোগীরা। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক্স রে মেশিন বিকল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন রোগীরা। মেশিন সারানোর জন্য রাজ্য স্বাস্থ্য ভবনে বার বার করে আবেদন করেছে কর্তৃপক্ষ। কিন্তু এখনও পর্যন্ত বিকল মেশিন সারানোর ক্ষেত্রে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। আর তাতে চরম ভোগান্তির শিকার রোগীরা।
বুধবারই হাসপাতালে গিয়ে দেখা গেল গৌরী রায় নামে এক রোগী এসেছিলেন এক্স রে ইউনিটে। কাজ না হওয়ায় হাসপাতাল চত্বরেই বসে রয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “মেশিন বিকল থাকায় আজ ফেরত যেতে হচ্ছে। ইউনিটে কর্মরত এক স্টাফ আমার ফোন নম্বর লিখে রেখেছেন। আশ্বাস দিয়েছেন, মেশিন সারাই হলে ফোন কল করা হবে।” কিন্তু সেই ফোন কবে আসবে, তা নিয়ে রয়েছে চরম সংশয়।
এক্স রে ইউনিটের কর্মী প্রিয়াঙ্কা রায় দাস বলেন, “গত সাত দিনের বেশি সময় ধরে মেশিন বিকল হয়ে পড়ে আছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন যারা পরিষেবা নিতে আসছে,সকলেরই নাম ও ফোন নম্বর লিখে রাখা হচ্ছে।” মেশিন সারাই হলে তাঁদের ফোন কল করে ডেকে নেওয়া হবে বলে জানান তিনি।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার চিকিৎসক সুরজিৎ সেনের কাছে। তিনি জানিয়েছেন, গত সাত দিনে দু’বার বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনকে অবহিত করেছেন। আশা করছেন দ্রুত সমস্যা মিটে যাবে।