Jalpaiguri: এমনও হয়! যাত্রীর জুতোই চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দিলেন রেলের কর্মী! জলপাইগুড়ি সাক্ষী আজব ঘটনার
Jalpaiguri: অভিযোগ, বৃহস্পতিবার সকালে নর্থ ইস্ট এক্সপ্রেসের এসি কামরায় ময়লা হয়েছিল। এক যাত্রী অভিযোগ করেন। এরপর ইনজামুল হক নামে ওই সাফাই কর্মী যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। কামরা সাফাইয়ের অছিলায় ওই যাত্রীর জুতোই ট্রেন থেকে ফেলে দেন বলে অভিযোগ।
জলপাইগুড়ি: যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা ও যাত্রীর জুতো ফেলে দেওয়ার অভিযোগে এক সাফাই কর্মীকে গ্রেফতার করল রেল পুলিশ। RPF সুত্রে জানা গিয়েছে, গুয়াহাটিগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের বাতানুকূল কামরার এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই সাফাই কর্মীকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে জলপাইগুড়ি রোড স্টেশন থানার রেল পুলিশ।
অভিযোগ, বৃহস্পতিবার সকালে নর্থ ইস্ট এক্সপ্রেসের এসি কামরায় ময়লা হয়েছিল। এক যাত্রী অভিযোগ করেন। এরপর ইনজামুল হক নামে ওই সাফাই কর্মী যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। কামরা সাফাইয়ের অছিলায় ওই যাত্রীর জুতোই ট্রেন থেকে ফেলে দেন বলে অভিযোগ। ইনজামুল অসমের রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইনজামুল। তিনি বলেন, “আমি কামরা সাফাই করেছি। আমার সাধ্য় মতো যতটা পরিষ্কার করা যায়, করেছি। তাও আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন, যাত্রীর অভিযোগের ভিত্তিতে সাফাই কর্মী ইনজামুল হককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে এদিন পেশ করা হয়।