Siliguri Ramkrishna Mission: পুলিশকর্তার সঙ্গে কয়েকটা ছবি! শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে ‘হামলা’র ঘটনায় মোড় ঘুরল অন্যদিকে

Siliguri Ramkrishna Mission: শুভম মাহাতোর সঙ্গে ভক্তিনগর থানার প্রাক্তন আইসি অমরেন্দ্র সিং-এর একাধিক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল রয়েছে।  থানার সঙ্গে শুভমদের নিয়মিত যোগাযোগ ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Siliguri Ramkrishna Mission: পুলিশকর্তার সঙ্গে কয়েকটা ছবি! শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে 'হামলা'র ঘটনায় মোড় ঘুরল অন্যদিকে
শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলায় পুলিশ কর্তার সঙ্গে আইসির ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2024 | 2:18 PM

জলপাইগুড়ি: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন হামলায় মূল অভিযুক্ত তিনি। সেই শুভম মাহাতোর সঙ্গে ভক্তিনগর থানার প্রাক্তন আইসি-র ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। শুভমের সঙ্গে এলাকার দাপুটে তৃণমূল নেতা, ডেপুটি মেয়রেরও ছবিও সামনে এসেছে। আর এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আইনরক্ষকের সঙ্গে ‘জমি মাফিয়া’ শুভমের কী যোগ থাকতে পারে? কী যোগইবা থাকতে পারে তৃণমূল নেতৃত্বের। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় বুধবারই ডিএসপি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দিয়েছেন, তদন্তে পুলিশ জানতে পেরেছে, আদালতের নির্দেশে বর্তমানে ওই জমির মালিকানা মিশনেরই। মূল অভিযুক্ত প্রদীপ রায়, যিনি নিজে ওই জমির মালিক হিসাবে দাবি করছিলেন, তিনি মিথ্যা কথা বলছেন। এখনও পর্যন্ত প্রদীপকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে হামলার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে অন্যতম শুভম মাহাতো।

সম্প্রতি এই  শুভম মাহাতোর সঙ্গে ভক্তিনগর থানার প্রাক্তন আইসি অমরেন্দ্র সিং-এর একাধিক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল রয়েছে।  থানার সঙ্গে শুভমদের নিয়মিত যোগাযোগ ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, প্রশাসনকে মাঝে রেখেই কি নানা জমি কেনাবেচার কাজ চলত?

জেলা তৃণমূলের একাধিক ানেতা, ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গেও শুভমের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের দাবি, নেতাদের সঙ্গে বহু মানুষ এসে ছবি তোলেন। কিন্তু দলের সঙ্গে শুভমের কোনও যোগ নেই।

কিন্তু প্রাক্তন আইসির সঙ্গে শুভমের কীভাবে ছবি থাকতে পারে, তা নিয়ে পুলিশ কোনও বক্তব্য দেয়নি। কেন আইসি মূল অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিলেন, সে বিষয়ে সাংবাদিক বৈঠকে নিশ্চুপ ছিলেন ডিএসপি। সবথেকে উল্লেখ্য, প্রদীপ রায়ের FIR এ স্বামী অক্ষয়ানন্দের নাম রয়েছে। যিনি ১৫ বছর আগে জলপাইগুড়ি ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে তিনি প্রয়াগরাজে থাকেন। পুরনো নথি না ঘেঁটেই কীভাবে FIR, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন মিশন কর্তৃপক্ষ।