Jalpaiguri Suicide: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা কনস্টেবলের

Jalpaiguri Suicide: পুলিশ সূত্রে খবর জলপাইগুড়ি জেলা জজের নিরাপত্তারক্ষী ছিলেন রঞ্জিত রাজবংশী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Jalpaiguri Suicide: নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা কনস্টেবলের
পুলিশ কর্মীর আত্মহত্যার চেষ্টা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 1:31 PM

জলপাইগুড়ি:  ষষ্ঠীর সকাল। আজ মায়ের বোধন। চারিদিকে পুজো পুজো গন্ধ। সরকারি অফিস বন্ধ। স্কুল-কলেজ বন্ধ। ইতিমধ্যে অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এই সবের জলপাইগুড়ি থেকে এল মর্মান্তিক খবর। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কন্সস্টেবলের।

ষষ্ঠীর সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর জলপাইগুড়ি জেলা জজের নিরাপত্তারক্ষী ছিলেন রঞ্জিত রাজবংশী। জানা গেছে তিনি সরকারি আবাসনের ভিতর নিজের ঘরে আত্মহত্যার চেষ্টা চালান। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের সহকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরে তার মৃত্যু হয়। কী কারণে এই ঘটনা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশী এঞ্জো জর্জ জানান, “রাত তিনটে নাগাদ আমরা এই ঘটনা জানতে পেরে অবাক হয়ে যাই। স্বামী-স্ত্রীর মধ্যে খুব ভাল সম্পর্ক ছিল।” মৃত পুলিশ কর্মীর আত্মীয় সমীর রায় বলেন, “সম্পর্কে আমার বোনের জামাই। ওদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও গন্ডোগোল ছিল বলে মনে হয় না। জামাই অত্যন্ত ভাল ছেলে। কিন্তু কেন এমন কাজ করল বুঝে উঠতে পারছি না।” ডি এস পি হেডকোয়ার্টার সমীর পাল জানিয়েছে, পুলিশ লাইন আবাসনের এক পুলিশ কর্মী গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।