Tea Garden Open: বন্ধ হয়েছিল, তবে পুজোর আগে আবারও খুলে গেল চা বাগান

Tea Garden Open: জানা গিয়েছে, খুলে যাওয়া বাগানগুলির মধ্যে রয়েছে চামুর্চি, মালবাজারের শাইলি ও নাগরাকাটার নয়া শাইলি চা বাগান। জানা গিয়েছে, বোনাস দিতে রাজি হয়েছেন মালিক ও কর্তৃপক্ষ।

Tea Garden Open: বন্ধ হয়েছিল, তবে পুজোর আগে আবারও খুলে গেল চা বাগান
বন্ধ চা বাগান পুনরায় খুললImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 7:08 PM

জলপাইগুড়ি: সম্প্রতি পুজোর বোনাসের দাবিতে পথে নেমেছিলেন চা বাগানের শ্রমিকরা। এরপর দেখা যায় একে একে বন্ধ হতে শুরু করে আলিপুরদুয়ার, ডুয়ার্সের একাধিক চা বাগান। পুজোর মুখে এই ভাবে কর্মহীন হয়ে পড়ায় মাথায় হাত পড়ে বাগানের শ্রমিকদের কপালে। আন্দোলনে নামেন তাঁরা। অবশেষে লাগাতার বিক্ষোভের জেরে সদ্য বন্ধ হয়ে যাওয়া তিন চা বাগান আবারও খুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, খুলে যাওয়া বাগানগুলির মধ্যে রয়েছে চামুর্চি, মালবাজারের শাইলি ও নাগরাকাটার নয়া শাইলি চা বাগান। জানা গিয়েছে, বোনাস দিতে রাজি হয়েছেন মালিক ও কর্তৃপক্ষ।

চা শ্রমিক নেতা অনুপ প্রধান বলেন যে কয়েদিন আগে আমরা বিক্ষোভে সামিল হয়েছিলাম। বোনাসের দাবিতে বিক্ষোভ চলছিল। এর মধ্যেই বাগান আবার বন্ধ হয়ে যায়। তারপরও আন্দোলন চলছিল। আজ চা বাগান খুলে যায়।”