Jalpaiguri: স্কুলে সাপের কামড় পরীক্ষার্থীকে, তারপরও বদলাল না পরিস্থিতি! প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ

Jalpaiguri: শনিবার স্কুলে পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষের ভেতরেই পরীক্ষার্থীকে সাপে কামড়ে ছিল। আর সেই ঘটনার পরেই স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সোচ্চার হন অভিভাবকরা। স্কুল পরিষদ জুড়ে জমে রয়েছে এক হাঁটু জল।

Jalpaiguri: স্কুলে সাপের কামড় পরীক্ষার্থীকে, তারপরও বদলাল না পরিস্থিতি! প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ
স্কুলে বিক্ষোভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 5:13 PM

জলপাইগুড়ি: ক্লাসরুমে সাপ, সিসিটিভি-তে ধরা পড়েছে ছবি। এবার স্কুলে প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুলে সন্তানদের না পাঠানোরও হুঁশিয়ারি দিলেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌঁছল পুলিশ। ধূপগুড়ি গার্লস হাইস্কুলের ঘটনায় চাঞ্চল্য।

পরীক্ষার চলাকালীন সাপে কামড়েছিল ছাত্রী সোহা আক্তারকে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। অভিযোগ, তারপরেও স্কুলের তরফে নেওয়া হয়নি সাফাইয়ের কোনও উদ্যোগ। তাই স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। খবর পেয়ে স্কুলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। স্কুলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি আটকেও বিক্ষোভ দেখান অভিভাবকরা।

শনিবার স্কুলে পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষের ভেতরেই পরীক্ষার্থীকে সাপে কামড়ে ছিল। আর সেই ঘটনার পরেই স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সোচ্চার হন অভিভাবকরা। স্কুল পরিষদ জুড়ে জমে রয়েছে এক হাঁটু জল। শ্রেণিকক্ষের পেছনে ঝোপঝাড়ে ভরে গিয়েছে। অভিযোগ,এই পরিবেশে সাপের বংশবৃদ্ধি খুবই স্বাভাবিক। কখনও ঘরের ভেতর, কখনও রান্নাঘরে, আবার কখনও ব্যাগের ভেতরে সাপ ঢুকে পড়ার মতোও ঘটনা ঘটছে বলে অভিযোগ অভিভাবকদের। আর তাই আতঙ্কিত অভিভাবকরা। তাই স্কুলে আর পড়ুয়াদের পাঠাবেন না বলে হুঁশিয়ারি দিলেন অভিভাবকরা। এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয়।

প্রধান শিক্ষিকা অভিভাবকদের আশ্বাস দিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে কত দিনে পরিষ্কার হবে, তা পরিষ্কারভাবে জানাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। তাই বুধবার ফের আন্দোলনে যাবেন অভিভাবকরা আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।