Jalpaiguri Leopard: সন্ধ্যার পর চা বাগানের পাশ দিয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন, অন্ধকারে মৃত্যু দাঁড়িয়েছিল সামনেই
Jalpaiguri Leopard: বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানের কাছে চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক জন।
জলপাইগুড়ি: এর আগে একদিন এক বাইক আরোহী ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়েছিলেন। এবার একজন সাইকেল আরোহী। সন্ধ্যা ঘনিয়ে আসার পর চা বাগানের পাশের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। আচমকাই সাইকেলের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। তবে ভাগ্য সহায় থাকায়, ওই সাইকেল আরোহীর পিছনেই একজন বাইক চালিয়ে আসছিলেন। চিৎকার করে ওঠায় চিতাবাঘটি পালিয়ে যায়। ফের ডুয়ার্সে চিতাবাঘের হামলায় আহত ১ জন। আহত ব্যক্তির চিকিৎসা করছেন পদ্মশ্রী করিমুল হক। ডুয়ার্সে ফের চিতাবাঘের আক্রমণ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানের কাছে চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক জন। জানা গিয়েছে, ক্রান্তি নেওড়া মোড়ের বাসিন্দা ভেঙ্গচেং ওরাওঁ নামে এক ব্যক্তি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুরের পাশে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার আনুমানিক সাড়ে চারটা নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে সাইকেল নিয়ে দেবীপুর চা বাগান সংলগ্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় চা বাগানের ঝোপ থেকে হঠাৎ একটি চিতাবাঘ ভেঙ্গচেং ওরাওঁ-এর ওপর লাফিয়ে পড়ে। সাইকেল নিয়েই পড়ে যান তিনি। যদিও চিতাবাঘটি তার ওপর লাফানোর পরেই পালিয়ে যায়। মিনিট খানেকের ব্যবধানেই রাস্তা দিয়ে বাইকে দু’জন এলে, তাঁরা গোটা বিষয়টি দেখতে পান। তাঁদের চিৎকারেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পদ্মশ্রী করিমুল হকের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সে তাঁকে মানব সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে করিমুল হকই তাঁর চিকিৎসা করেন। উল্লেখ্য গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগান সংলগ্ন এলাকায় একটি চলন্ত বাইকের ওপর লাফিয়ে পড়ে চিতাবাঘ। উরুর মাংস খুবলে নিয়ে যায় চিতাবাঘটি। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ডুয়ার্সের নাগরাকাটাতেও চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ।