চা বাগানে ঝোপের আড়ালে লুকিয়ে ছিল চিতা বাঘ, তাড়া খেয়ে সোজা চড়ল মগডালে
রোজের মতই চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। পাশের ঝোপ নড়তে দেখে সন্দেহ হয় তাঁদের।
ময়নাগুড়ি: ময়নাগুড়িতে মগডালে চিতাবাঘ। বাগানের ঝোপের মধ্যে লুকিয়েছিল বাঘটি। চা শ্রমিকদের তাড়া খেয়ে সোজা চলে যায় চা বাগানের মধ্যে থাকা একটি বড় গাছের মগডালে। ঘুমপাড়ানি গুলি ছুঁড়তেই বাঘ পালায় জঙ্গলের দিকে। রবিবার এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। গরুমারা জাতীয় উদ্যানের পাশে ময়নাগুড়ির সাতভেন্ডি চা বাগানের মাঝখানে একটি বড় গাছ। সেই গাছের মগডালেই বসেছিল চিতা বাঘটি।
রোজের মতই চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। পাশের ঝোপ নড়তে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপরই দেখেন ঝোপ থেকে বেরিয়ে আসছে একটি চিতাবাঘ। চা-শ্রমিকদের তাড়া খেয়ে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে সোজা চড়ে বসে গাছের মগডালে।
আরও পড়ুন: ফের জলদাপাড়ায় গণ্ডার খুন, শৃঙ্গ কেটে নিয়ে পালাল চোরা শিকারিরা
এরপরই আতঙ্কিত চা শ্রমিকরা বনদফতরে খবর দেন। বনকর্মীরা গাছের নীচে খাঁচা পেতে চিতাবাঘকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন। গুলি ছুড়তেই উল্টো বিপত্তি। গাছ থেকে নেমে পাশের জঙ্গলের দিকে পালায় বাঘটি। এই এলাকায় প্রায়শই চা বাগানে বন্যপ্রাণের উৎপাত দেখা যায় বলে জানান চা-শ্রমিকরা। গণ্ডার থেকে বাইসন সবই আচমকা চা বাগানে ঢুকে পড়ে। বাঘও ঢুকেছে এর আগে অনেকবার। হামলার আতঙ্ক সঙ্গী করেই কাজ করেন তাঁরা।