পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গায়ে পোস্টার সাঁটিয়ে ধরনা মন্ত্রীর

TMC: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে অভিনব সব প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। কোথাও গরুর গাড়ি, কোথাও ঘোড়ায় চেপে কোথাও আবার মোটর বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তাঁরা।

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গায়ে পোস্টার সাঁটিয়ে ধরনা মন্ত্রীর
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 9:15 PM

জলপাইগুড়ি: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্নায় বসলেন মন্ত্রী বুলুচিক বড়াইক। শনিবার রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে পেট্রল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি।

সেইমতো শনিবার মালবাজারে অবস্থান বিক্ষোভে বসলো তৃণমূল যুব কংগ্রেস। এদিন মাল শহরের ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনগ্ৰসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, তৃণমূল নেতা অমিত দে প্রমুখ‌।

গায়ে ‘মোদীর আচ্ছা দিনের চমৎকার, পেট্রল তাই ৯০ টাকা প্রতি লিটার’ লেখা পোস্টার সাঁটিয়ে এই ধরনায় বসেন মন্ত্রী। বিক্ষোভ সমাবেশ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন তাঁরা। পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধি কেন্দ্রের জনবিরোধী নীতি বলে বর্ণনা করেন মন্ত্রী।

ডুয়ার্সের মাল ব্লকের রাঙামাটি চা বাগান থেকেই শুরু রাজনৈতিক যাত্রা। এরপর দীর্ঘ পথ। একটা সময় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বুলচিক। পরবর্তী সময় চা বাগান ও সংলগ্ন এলাকায় ঘাসফুলের পতাকাটাও তুলে ধরেছিলেন তিনি। সেই বুলুচিক বড়াইক এদিন বলেন,”যেভাবে ক্রমশ পেট্রল, ডিজেলের দাম বাড়ছে, তাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই দলের নির্দেশে আজকে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।”

মালবাজারে অবস্থান বিক্ষোভের পর মন্ত্রী ওদলাবাড়ি, ডামডিম এলাকার অবস্থান বিক্ষোভে যান। এদিন সারাদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করেন মন্ত্রী।

দীর্ঘদিনের শ্রমিক নেতা হিসাবেই পরিচিত ছিলেন বুলুচিক বরাইক। চা শ্রমিকদের মধ্যে থেকেই সংগঠনকে জোরালো করেন তিনি। পাশাপাশি বিজেপির দিকে চলে যাওয়া ভোট ব্যাঙ্কের অভিমুখকে ধীরে ধীরে ঘাসফুল শিবিরের দিকে টেনে আনার কাজটাও করেছেন তিনি।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে অভিনব সব প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। কোথাও গরুর গাড়ি, কোথাও ঘোড়ায় চেপে কোথাও আবার মোটর বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তাঁরা। আরও পড়ুন: নেই শুভেন্দু! তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির নতুন সভাপতি সেচমন্ত্রী সৌমেন