Mitali Roy joining BJP: মিতালীর পা পদ্ম শিবিরে পড়তেই তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের
Mitali Roy joining BJP: রবিবার বিজেপি-র কার্যালয়ে সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মিতালী রায়। প্রাক্তন তৃণমূল বিধায়ক বিজেপি-তে যোগদান করতেই বিক্ষোভ শুরু হয় দলীয় কার্যালয়ের ভিতরেই।
ফালাকাটা: তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায় বিজেপি-তে যোগদান করতেই শুরু রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরে মিতালীর পা পড়তেই বিক্ষোভ বিজেপি-র নীচু তলার একাংশ কর্মীদের মধ্যে। ঘটনার সময়ে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ফালাকাটার বিধায়ক এবং দলত্যাগী মিতালী রায়। বিজেপি কর্মীদের সেই বিক্ষোভ দলীয় কার্যলয় থেকে চলে আসে প্রকাশ্যে অর্থাৎ রাজ্য সড়কে।
রবিবার বিজেপি-র কার্যালয়ে সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মিতালী রায়। প্রাক্তন তৃণমূল বিধায়ক বিজেপি-তে যোগদান করতেই বিক্ষোভ শুরু হয় দলীয় কার্যালয়ের ভিতরেই। সেই বিক্ষোভ বেরিয়ে আসে রাজ্য সড়ক পর্যন্ত। ক্ষুব্ধ বিজেপি কর্মীদের শান্ত করতে আসরে নামেন বিজেপির রাজ্য সম্পাদক রথীন বোস। তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিজেপি টাউন মণ্ডল সভাপতি শিবু চক্রবর্তী।
জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, “তৃণমূলের উপর ক্ষোভ। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে। যাঁরা বিক্ষোভ দেখালেন তাঁরা বুঝতে পারছেন না যে দিদির সঙ্গে আর তৃণমূলের সম্পর্ক নেই।”
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর উপ নির্বাচন রয়েছে ধূপগুড়িতে। বিজেপি বিধায়কের মৃত্যুর জেরে ফের ভোট হতে চলেছে সেখানে। এই পরিস্থিতিতে তুঙ্গে প্রচার। শনিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রচারে। সেই প্রচারে সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়। কিন্তু তারপর আজ সকালে হঠাৎই দল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন।