Maynaguri Blast: তিস্তার জলে ভেসে এসেছিল মর্টার, বাড়িতে আনতেই বিস্ফোরণ, ময়নাগুড়িতে প্রাণ গেল ১ শিশুর

Maynaguri Blast: প্রসঙ্গত, একদিন আগেই তিস্তায় হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। সেই রেশ এখনও কাটেনি। বিধ্বস্ত সিকিম থেকে বাংলার বিস্তৃর্ণ এলাকা। সূত্রের খবর, তিস্তার জলে ভেসে আসা মর্টার বাড়িতে এনেছিলেন এক ব্যক্তি।

Maynaguri Blast: তিস্তার জলে ভেসে এসেছিল মর্টার, বাড়িতে আনতেই বিস্ফোরণ, ময়নাগুড়িতে প্রাণ গেল ১ শিশুর
চাপা উত্তেজনা এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 12:11 AM

ময়নাগুড়ি: ভর সন্ধ্যায় ময়নাগুড়িতে (Maynaguri) ভয়াবহ বিস্ফোরণ। ময়নাগুড়ির চাপাডাঙা পোস্ট অফিসের কাছে এই বিস্ফোরণটি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে ১ শিশুর। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। প্রসঙ্গত, একদিন আগেই তিস্তায় হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। সেই রেশ এখনও কাটেনি। বিধ্বস্ত সিকিম থেকে বাংলার বিস্তৃর্ণ এলাকা। সূত্রের খবর, তিস্তার জলে ভেসে আসা মর্টার বাড়িতে এনেছিলেন এক ব্যক্তি। 

সেই মর্টারই আচমকা তীব্র শব্দে ফেটে যায় বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ শিশুর। আহত হন একই পরিবারের আরও ৫ জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর গিয়েছে পুলিশে। মৃতদের নাম আইনুর আলম(৭)। ঘটনাটি ঘটেছে মালবাজার মহাকুমার ক্রান্তি পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত্যুর খবর চাউর হতেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। 

সূত্রের খবর, বৃহস্পতিবার ওই বাড়ির এক শিশু সেই মর্টার শেলগুলি বাড়ির পাশেই খেলতে যায়। কিন্তু, মর্টারটি আসল কিনা তা পরীক্ষা করার চেষ্টা করে। সেই সময় মর্টারটির উপর কুড়ুল দিয়ে কোপ দেয় শিশুটি। তখনই বিকট শব্দ করে ফেটে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হন ৫ জন। তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে।