Rahul Gandhi: ছিঁড়ল পোস্টার, আটকে গেল বাস, রাহুল আসতে না আসতেই তপ্ত উত্তর
Rahul Gandhi: একদিন আগেই ধূপগুড়ি স্টেশন মোড় কংগ্রেস-রাহুলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালেও ফিরেছে একই ছবি। রাহুল গান্ধীর ফ্লেক্সে ব্লেড চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে।
জলপাইগুড়ি: সাড়ে এগারোটা নাগাদ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধী। রয়েছে ঠাসা কর্মসূচি। জলপাইগুড়িতে কর্মসূচি শেষে ন্যায় যাত্রার নির্দিষ্ট গাড়ি করে তিনি চলে যাবেন শিলিগুড়ি। মধ্যাহ্নভোজ করার কথা ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়পুর এলাকার খান্ডালা ধাবায়। পরবর্তীতে থানা মোড় থেকে এয়ারভিউ মোড় অবধি একটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে। এদিকে রাহুলের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই যখন তুমুল ব্যস্ত কংগ্রেসের কর্মীদের মধ্যে সেখানে পাহাড়পুরে টিম রাহুলের বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
অভিযোগ, পাহাড়পুর মোড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস ঢুকতেই আটকে দেয় পুলিশ। সাফ বলা হয় আর যাওয়া যাবে না। এদিকে এদিনই আবার সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা রয়েছে। ১২ টা থেকে শুরু হয়ে সেই পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলার প্রায় ১০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন জলপাইগুড়িতে। সে কারণেই সকাল থেকেই শহরে বেড়েছে ভিড়। পুলিশে পুলিশে ছয়লাপ রাস্তা। শহর ও শহর সংলগ্ন মোট ২৪টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার জন্য আগেই রাহুলের কর্মসূচিতে সামান্য রদবদল হয়ে গিয়েছে। যদিও পুলিশের দাবি, বাস আটকানো হয়েছে পরীক্ষার জন্যই।
অন্যদিকে একদিন আগেই ধূপগুড়ি স্টেশন মোড় কংগ্রেস-রাহুলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালেও ফিরেছে একই ছবি। রাহুল গান্ধীর ফ্লেক্সে ব্লেড চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে। রাস্তার একাধিক জায়গায় এই ছবি দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে দুপুরে আবার এই পথ দিয়েই রোড শো করার কথা রাহুলের। তার আগে এই ঘটনায় নতুন করে চাপানউতর শুরু হয়েছে।